বিজন কাহালি, পর্ণশ্রী, কলকাতা, ১৩ জানুয়ারি#
শান্তিসংঘ শিক্ষামন্দির গার্লস হাইস্কুলের পরিচালনায় গত ১৪ ও ১৫ ডিসেম্বর ২০১৩ তারিখ, শান্তিসংঘ খেলার মাঠে এক আনন্দমেলা অনুষ্ঠিত হল। মেলা মানেই, ‘দিবে আর নিবে মেলাবে মিলিবে’। শান্তি সংঘ শিক্ষামন্দির আয়োজিত এই আনন্দমেলা প্রকৃত অর্থেই মিলন মেলায় পরিণত হয়েছিল। মেলায় ছিল নানা খেলার মাধ্যমে আকর্ষণীয় পুরষ্কার জেতার সুযোগ। শুধু খেলা নয়, ছিল নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানগুলির মাধ্যমে এই বিদ্যালয়ের ছাত্রীরা তাদের দক্ষতা তুলে ধরেছে।
এই আনন্দমেলায় স্থানীয় শিক্ষানুরাগী শ্রী স্বপন দাস বক্তব্য রাখতে গিয়ে বলেন, এই বিদ্যালয়ের পড়ুয়ারা অত্যন্ত পিছিয়ে পড়া পরিবার থেকে আসে, যাদের মা-বাবাদের অক্ষর পরিচয় নেই। দু-বেলা পেটভরে খাওয়া জোটে না। তাদের পক্ষে কোনো দক্ষ পরিচালকের সন্ধানী চোখ এই আনপড় ছাত্রীদের মধ্য থেকেই সেরা জিনিসটা বের করে এনেছে। শ্রী সন্তোষ অধিকারী সেই দক্ষ পরিচালক যিনি আপন মনের মাধুরী মিশিয়ে এই ছাত্রীদের দিয়ে বেশ কয়েকটি দৃষ্টিনন্দন নাচ পরিবেশন করিয়ে দর্শকদের আনন্দ দিয়েছেন। সন্তোষ অধিকারী এই বিদ্যালয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত থেকে ছাত্রীদের তৈরি করেছেন। সৃষ্টিশীল কাজে শ্রী অধিকারীর দক্ষতা, যোগ্যতা সকল প্রকার প্রশংসার ঊর্দ্ধে।
শুধু নাচ নয়, কবিতাতেও এই বিদ্যালয়ের ছাত্রীরা প্রশংসার দাবি রাখে। সুপর্ণা মুখার্জির অনলস প্রচেষ্টায় ছাত্রীরা কবিতা পাঠ করে দর্শকদের বিশেষ আনন্দ দিয়েছে। মেলায় উপস্থিত দর্শকরা প্রশংসায় ভরিয়ে দিয়েছে ছাত্রীদের ও তাদের দুই জহুরী শিক্ষককে।
পিছিয়ে পড়া এই ছাত্রীরা পড়াশোনাতেও যে যথেষ্ট ভালো তা তারা মাধ্যমিক পরীক্ষার রেজাল্টে প্রমাণ করে দিয়েছে। বিভিন্ন প্রতিযোগিতা, মেধা অনুসন্ধান পরীক্ষা, হকি খেলায় এই বিদ্যালয়ের ছাত্রীরা তাদের কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। এই বিদ্যালয়ের ছাত্রীরা রাজ্যস্তরে খেলার যোগ্যতামান অর্জন করেছে। কাকলী ভুঁইয়া ও সুমনা সাহা জাতীয় মানের খেলোয়াড়। পাঞ্জাবে তাদের খেলা সকলের নজর কেড়েছে। সাথী ঘোষ, কুসুম দাস, কাকলী বর (অনুর্দ্ধ ১৪ বছর) — এরা বিদ্যালয়ের গর্ব। তাদের খেলার মান জাতীয় স্তরে প্রশংসনীয়। আশা করা যায় আগামী দিনগুলোতে এই বিদ্যালয়ের খেলার মান আরও উন্নত হবে।
আরও একটি নতুন বিষয়ে ছাত্রীদের মধ্যে আগ্রহের স্ফুরণ ঘটছে। মেলার মাঠে একটি ‘মূকাভিনয়’ প্রদর্শিত হয়। সেই মূকাভিনয় ছাত্রীদের আকৃষ্ট করেছেন। তারা খোঁজখবর নিতে শুরু করেছে। এটা একটা ভালো দিক।
Leave a Reply