সুব্রত মৈত্র, শান্তিপুর, ২১ ফেব্রুয়ারি#
আজ ভোর ছটায় শান্তিপুরে অনাড়ম্বরভাবে পালিত হল ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শান্তিপুর কলেজ সংলগ্ন ভাষা শহিদদের শহিদ বেদীতে ফুল দেন শান্তিপুরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের মানুষজন। শান্তিপুর সাজঘরের এই আয়োজনের সাথে যুক্ত হল শান্তিপুর রঙ্গপীঠ ও সাংস্কৃতিক। ভাষা আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন উপস্থিত সবাই। কবিতা গানের পরে শ্রী নীলাভ প্রামাণিক মহাশয় এই দিনটির গুরুত্ব সবার সামনে তুলে ধরেন। হাল্কা শীতের ভোরে প্রাত্যহিক কাজের যাওয়ার মাঝে দাঁড়িয়ে পড়েন কিছু পথচলতি মানুষ। এরপর সাজঘরের অন্যতম সংগঠক শমিত বন্দোপাধ্যায়ের উদ্যোগে একটি পদযাত্রা শান্তিপুরের পথ পরিক্রমা করে। যোগ দেয় কিছু কলেজ পড়ুয়ারাও। ণ্ণআমার ভাইয়ের রক্ত রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’ গানের মধ্য দিয়ে ঘুম ভাঙে শান্তিপুরবাসীর।
অন্যদিকে ওই সন্ধ্যায় সূত্রাগড়ের নব ব্যায়াম সমিতির সাংস্কৃতিক বিভাগ ও শান্তিপুর রঙ্গপীঠ ভাষা দিবস পালনের আয়োজন করে। আবৃত্তিতে অমিত রায়, রমাদি ও অন্যান্য কচিকাচারা অংশ নেয়। দিনটির গুরুত্ব সুন্দরভাবে সবাইকে বোঝান সব্যসাচী প্রামাণিক মহাশয়। গান শোনান ভবেশ মাহাতো ও অনিল সরকার ও অন্যান্যরা। নৃত্য পরিবেশনায় পিঙ্কি ও উপাসনা। এছাড়া অরণ্য ও টুম্পাদের অনুষ্ঠান সকলকে আনন্দ দেয়। শান্তিপুর রঙ্গপীঠের ণ্ণএকুশের অনুষ্ঠান’ উপস্থিত দর্শকদের আনন্দ দেয়। সংস্থার সম্পাদিকা নীলিমা বিশ্বাস বলেন, এই অনুষ্ঠান মানুষের কাছে আরও বেশি করে পৌঁছে দিতে প্রতি বছর শান্তিপুরের বিভিন্ন জায়গায় আমরা অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নিয়েছি। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন অনিন্দ্য মোদক। তাঁর প্রাঞ্জল উপস্থাপনা অনুষ্ঠানটির গাম্ভীর্য আরও বাড়িয়ে তুলেছিল। উদ্যোক্তাদের তরফে বাপন ও শুভঙ্করের প্রচেষ্ঠা ছিল চোখে পড়ার মতো।
Leave a Reply