শমিত, শান্তিপুর, ১৩ আগস্ট#
ফের জলাধ্বংসের অভিযোগ শান্তিপুর পুরসভার বিরুদ্ধে। শান্তিপুর পুর অঞ্চলের ৪নং ওয়ার্ডে একটি জলাভূমি বুজিয়ে ফেলার তোড়জোড় চলছে। অভিযোগ উঠেছে, ওই অঞ্চলেরই প্রাক্তন পুর কাউন্সিলারের পুত্র এই জলাশয় বুজিয়ে ফেলতে মদত দিচ্ছেন। শান্তিপুর পুরসভার ময়লা ফেলার ট্রাক্টর করে জঞ্জাল ভর্তি করে এনে ফেলায় এলাকার সাধারণ মানুষ হতচকিত। এলাকার জলাভূমি বোজানোর বিরুদ্ধে শুভবুদ্ধিসম্পন্ন মানুষ একজোট হয়ে নানারকম আইনি পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিয়েছে। এলাকার মানুষের সই সম্বলিত স্মারকলিপি জমা পড়েছে শান্তিপুর ণ্ণসমষ্টি ভূমি ও ভূমি রাজস্ব’ কার্য্যালয়ের আধিকারিকদের কাছে।
ণ্ণশান্তিপুর বন ও পরিবেশ সংরক্ষণ সমিতি’ শান্তিপুরে বিশাল বিশাল আমবাগান পুকুর জলাশয় গঙ্গার তীরবর্তী অঞ্চলের রক্ষা সহ মাটি ক্ষয়ের বিরুদ্ধে বেশ কয়েকবছর ধরে ধারাবাহিক আন্দোলন করে আসছে। ণ্ণমাটি মাফিয়া’রা শান্তিপুর অঞ্চলের বিভিন্ন বাঁধের মাটি কেটে ইটভাটায় পাচারে সরাসরি যুক্ত রয়েছে। অন্যদিকে ব্যাপক মাটি কেটে নেওয়ার জন্য বাঁধগুলি ও কৃষিজমি যথেচ্ছভাবে নষ্ট হচ্ছে। এর বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি নিয়ে আসছে শান্তিপুর বন ও পরিবেশ সংরক্ষণ সমিতি এবং সাইদিয়াল ইয়ুথ সোসাইটি। এজন্য শান্তিপুরের পরিবেশ ধ্বংসকারীদের রোষানলে পড়েছে ওই দুই সংস্থা। অন্যতম সংগঠক গৌতমকুমার পালের ওপর নানারকম আক্রমণ করেছে পরিবেশ ধ্বংসকারীরা।
Leave a Reply