২৯ ডিসেম্বর, জেসমিন হোসেন, আকড়া, মহেশতলা#
৯ ডিসেম্বর কলকাতার হাজরায় সুজাতা সদনে রোকেয়া-নজরুল আদর্শের অনুপ্রেরণায় ‘স্বর’ নামে একটি সংস্থার আত্মপ্রকাশ ঘটল। অনুষ্ঠানের সূচনায় স্বর-এর লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন সম্পাদক মুর্শিদ এ এম। শিক্ষায় পিছিয়ে থাকা নারীদের জন্য সোচ্চার হয়েছিলেন যিনি, পিছিয়ে পড়া মুসলমান নারীদের যিনি দেখিয়েছিলেন মুক্তির স্বাদ, সেই রোকেয়াকে নিয়ে আলোচনায় অংশ নেন তনভির নাসরিন ও পরিমল ঘোষ। এছাড়া ছিলেন সভামুখ্য দেবেশ রায় ও প্রধান অতিথি ঈশা মহম্মদ। তনভির নাসরিনের বক্তব্যে উঠে আসে মুসলমান সমাজের প্রতিবন্ধকতা ও পুরুষের বহুবিবাহ রোধে রোকেয়ার অবদান, নারীর মধ্যে শ্রেণীসত্ত্বা ও জাতীয়তাবোধ জাগিয়ে তোলার পিছনে তাঁ কর্মপ্রচেষ্টার কথা। পরিমল ঘোষ বলেন, ‘যুক্তিবাদী বিজ্ঞানমনস্ক মানুষ ছিলেন রোকেয়া, যাবতীয় সংস্কারমূলক কাজ তিনি করে গেছেন। আধুনিকতার নতুন করে ব্যাখ্যা দিয়েছিলেন তিনি।’
স্বর আয়োজিত এই সভায় গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়। এঁদের মধ্যে ছিলেন শিশু দন্ত চিকিৎসক শবনম জাহির, চলচ্চিত্র পরিচালক সৌমিত্র দস্তিদার ও সংগীত শিল্পী আরফিন রানা। সভার শেষে ছিল নাচ, আবৃত্তি ও কবিতাপাঠ।
Leave a Reply