জিতেন নন্দী, পুরুলিয়া, ৫ অক্টোবর#
জাতীয় স্তরে সরকারি সমীক্ষায় দেখা যাচ্ছে, ১৯৯৬ থেকে ২০১১ সালের মধ্যে খিদের সূচক ২২.৯ থেকে বেড়ে ২৩.৭ হয়েছে, অর্থাৎ ভারতে অনাহারের জ্বালা বেড়েছে। এদিকে ৮ কোটি ৫০ লক্ষ মেট্রিক টন খাদ্য সরকারি গুদামে মজুত আছে। এই পরিস্থিতিতে সরকার ফুড সিকিউরিটি বিল আনছে আর বিপিএল–এর সংখ্যা বাড়াতে চাইছে। এমতাবস্থায় আমরা এপিএল–বিপিএলের ভাগাভাগি তুলে দিতে বলছি। কারণ প্রচুর গরিব লোক এতে বাদ যাচ্ছে। সার্বজনীন খাদ্যের অধিকার মেনে মাথাপিছু মাসে ১৪ কেজি করে খাদ্যশস্য (চাল, ডাল, গম ও ভোজ্যতেল সহ) বরাদ্দ ও সরবরাহ সুনিশ্চিত করতে হবে।
আজ ৫ অক্টোবর দুপুর বারোটার সময় পুরুলিয়া শহরে খাদ্য ও সরবরাহ দপ্তরের জেলা নিয়ন্ত্রক শ্রী সাধন কুমার পাঠকের কাছে এই বক্তব্য পেশ করা হয় সমাজকর্মী মেহের ইঞ্জিনিয়ার এবং পশ্চিমবঙ্গ খেতমজুর সমিতির কর্মীদের পক্ষ থেকে। প্রায় এক ঘণ্টা ধরে এ নিয়ে বিশদ আলাপ–আলোচনা করা হয়।
Leave a Reply