রেলের মান্থলিধারীদের মুচলেকা বাধ্যতামূলক নয় April 3, 2014 admin Leave a Comment রেল সিজন টিকিটধারীদের কাছ থেকে একটি মুচলেকা চাইতে পারে, এমনই মত পোষণ করেছেন এলাহাবাদ হাইকোর্টের লক্ষ্ণৌ বেঞ্চ। এই মুচলেকা বাধ্যতামূলক নয়। রেলের বড়োকর্তার এই নোটিশে এমনই লেখা আছে। প্রতিবেদক শমিত আচার্য, ২৪ মার্চ।
Leave a Reply