• প্রথম পাতা
  • আন্দোলন
  • কৃষি ও গ্রাম
  • খবরে দুনিয়া
  • চলতে চলতে
  • পরিবেশ
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • শিল্প ও বাণিজ্য
  • নাবালকথা

সংবাদমন্থন

পাতি লোকের পাতি খবর

  • আমাদের কথা
    • যোগাযোগ
  • পত্রিকার কথা
    • পাক্ষিক কাগজ
    • জানুয়ারি ২০০৯ – এপ্রিল ২০১২
  • মন্থন সাময়িকী
    • মন্থন সাময়িকী নভেম্বর ডিসেম্বর ২০১৪
    • মন্থন সাময়িকী সেপ্টেম্বর-অক্টোবর ২০১৪
    • সাম্প্রতিক সংখ্যাগুলি
    • সাম্প্রতিক পিডিএফ
    • পুরনো সংখ্যাগুলি
  • সংবাদ সংলাপ
  • বিষয়ের আলোচনা

রক্তদানের বদলে দামী উপহারের রেওয়াজ রক্তদান আন্দোলনেরই ক্ষতি করছে

June 27, 2013 admin Leave a Comment

সুকুমার হোড় রায়, ২৭ জুন#

blood_donor310
১৪ জুন আন্তর্জাতিক রক্তদান দিবসে মিলিত হল রক্তদান শিবিরের আয়োজক বিভিন্ন ক্লাব, ব্যবসায়ী সমিতি, স্বেচ্ছাসেবী-সমাজসেবী সংস্থা। মতবিনিময় হল রক্তদান ও রক্তদান শিবিরের আয়োজনের বিভিন্ন দিক নিয়ে। আয়োজন ‘লাইফ কেয়ার’, বীরেশ গুহ সরণি (দিলখুশা স্ট্রীট)-তে অবস্থিত ইন্ডিয়ান কংগ্রেস অ্যাসোসিয়েশনের সভাগৃহে। আলোচনা সভা শুরু হল রবীন্দ্রসঙ্গীত দিয়ে, তারপর রক্তদান ও তার প্রয়োজনীয়তা নিয়ে স্লোগান তৈরি করে লেখার প্রতিযোগিতা, এবং একটি রক্তদান শিবিরের আয়োজন।

প্রারম্ভিক ভাষণে ডি আশীষ ও সভাপতির ভাষণে ডাঃ বিকাশ ভৌমিক তাদের ক্ষোভ প্রকাশ করে বলেন, কয়েকবছর ধরে অনেক রক্তদান শিবিরের আয়োজক ও রক্তদাতাদের মধ্যে অশুভ প্রবণতা দেখা যাচ্ছে। রক্তদান আন্দোলনকে পণ্যায়ন করা হচ্ছে। অনেক রক্তদান শিবিরের আয়োজকরা রক্তদান করার জন্য দামী হাতঘড়ি, প্রেশার কুকার, টেবিল ফ্যান, কোথাও কোথাও মহিলাদের কানের সোনার দুল অবধি উপহার দিচ্ছে। এর দরুন যে সব ক্লাব সংস্থার সেই রকম আর্থিক সামর্থ্য নেই, যারা সেভাবে টাকা জোগাড় করতে পারছে না, তারা রক্তদান শিবির আয়োজন করতে পারছেন না। একেই রক্তদান শিবিরের সংখ্যা কমে গেছে। তার ওপর এই কাণ্ড গোদের ওপর বিষফোঁড়ার মতো। পশ্চিমবঙ্গে যত রক্তের প্রয়োজন, রক্তের যা চাহিদা, তার চেয়ে ৫২ শতাংশ রক্ত কম সংগ্রহ হচ্ছে। এরপর যদি আরও রক্তদান শিবির বন্ধ হয়ে যায়, তাহলে রক্তের গভীর সঙ্কট দেখা দেবে রাজ্যে। অনেক শিবিরেই রক্তদাতাদের সংক্রামক রোগ (যেমন এইডস) আছে কি না পরীক্ষা করা হয় না। কিন্তু রক্তদান শিবিরে এই পরীক্ষার ব্যবস্থা থাকা আবশ্যক।
আলোচনাসভায় রক্তদান শিবিরের আয়োজকরা বলেন, রক্তদান শিবিরে রক্ত পরীক্ষা করে তারপর রক্ত নেওয়া সম্ভব নয়। ভালো উপহার না দিলে রক্তদাতাদের রক্তদানে উৎসাহিত করা যাবে না, এমনও বলেন তারা।
ডাঃ প্রদীপ মিত্র প্রধান অতিথির ভাষণে বলেন, বর্তমান প্রজন্মের ডাক্তারদের মধ্যে দুঃস্থ, দরিদ্র মানুষদের সেবার জন্য চিকিৎসা করার মানসিকতার ভীষণ অভাব। খুব কম ডাক্তারই দরিদ্র, দুঃস্থ মানুষদের সেবা করার মানসিকতা ও মনোভাব নিয়ে কাজ করে। ডাক্তারদের উচিত রক্তদাতাদের সংগৃহিত রক্ত যেন কোনওরকমভাবে অপচয় ও ভুল ব্যবহার না হয়, তর জন্য সচেষ্ট ও সতর্ক থাকা। একজন রোগীর জন্য যতটুকু রক্তের প্রয়োজন সেই পরিমাণ রক্ত দেওয়ার জন্যই ব্যবস্থাপত্রে (রিকুইজিশনে) লেখা উচিত, তার বেশি নয়। একজন রক্তদাতার রক্ত তিন চার জন মানুষের কাজে লাগে ও প্রয়োজন মেটায়। রক্ত দিলে দেহের রক্ত কমে যায় না। শরীরের অস্থি মজ্জা থেকে সেই রক্ত আবার তৈরি হয়ে যায়।
অনুষ্ঠানে লোক সমাগম ভালোই হয়েছিল, একটু বেলার দিকে উপচে পড়ছিল ভিড়। সেই তুলনায় ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস অ্যাসোসিয়েশন প্রাঙ্গণে রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদানে তেমন উৎসাহ দেখা যায়নি।

শিক্ষা ও স্বাস্থ্য রক্ত, রক্তদান, রক্তদান শিবির

এই প্রতিবেদনটি প্রিন্ট করুন এই প্রতিবেদনটি প্রিন্ট করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

অনুসন্ধান করুন

সংবাদ মন্থন

  • ছিটমহল
  • মাতৃভূমি লোকাল

খবরের মাসিক সূচী

মেটা

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

সাম্প্রতিক মন্তব্য

  • TG Roy on লোককবি গুরুদাস পালের আত্মজীবনী : জীবন ও শিল্প
  • Subrata Ghosh on স্বনির্ভরতায় উজ্জ্বল ‘শিশু কিশোর বিকাশ মেলা’
  • সুমিত চক্রবর্তী on ‘গুণগত মেশিন একটা মানুষকে মানসিক রোগী বানিয়ে আত্মহত্যায় প্ররোচনা দিচ্ছে’
  • তীর্থরাজ ত্রিবেদী on লোককবি গুরুদাস পালের আত্মজীবনী : জীবন ও শিল্প

ফোরাম

  • আড্ডা
  • বিষয়ের আলোচনা
  • সংবাদ সংলাপ
  • সাংগঠনিক আলাপ

লে-আউট সহায়তা

সংবাদমন্থন প্রিন্ট >>
 
নমুনা ল্যাটেক>>

songbadmanthanweb [at the rate] gmail.com · যোগাযোগ · দায়দায়িত্ব · Log in