সংবাদমন্থন প্রতিবেদন, ২২ জানুয়ারি#
দিল্লির আম আদমি পার্টির সরকার যমুনা নদীর ওপর থেকে ‘মিলেনিয়াম’ বাস ডিপো সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ২০১০ সালে কমনওয়েলথ গেমসের জন্য দিল্লিকে সাজানোর পরিকল্পনার অঙ্গ হিসেবে যমুনা নদীর ওপরে এই বাস ডিপো তৈরি করা হয়েছিল। দিল্লির অগণতান্ত্রিক প্রশাসক ‘লেফটেনান্ট গভর্নর’ গেমসের প্রাক্কালে দশদিনের জন্য এই এলাকাতে একটি অস্থায়ী বাস ডিপো করার নির্দেশ দিয়েছিল। কিন্তু এটাকেই একটি স্থায়ী বাস ডিপোর চেহারা দেওয়া হয়। ‘যমুনা জিয়ে অভিযান’ এবং অন্যান্য পরিবেশকর্মীরা তখন থেকেই এই বাস ডিপোর বিরোধিতা করে এসেছে। দিল্লির নতুন সরকার সেই বিরোধিতাকেই সরকারি শিলমোহর দিয়েছে। ১৫ জানুয়ারি একটি বৈঠকে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের উপস্থিতিতে এই সিদ্ধান্ত হয়। এই মর্মে ণ্ণদিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশন’ (ডিটিসি)-কে হাইকোর্টে একটি হলফনামা পেশ করার নির্দেশ দিয়েছে সরকার। উল্লেখ্য, কমনওয়েলথ গেমসের দুর্নীতি খতিয়ে দেখার জন্য গঠিত শুংলু কমিটি-ও এই বাস ডিপো নির্মাণে দুর্নীতির হদিশ দিয়ে বলেছিল, ‘কমনওয়েলথ গেমসের অজুহাতে বিভিন্ন সরকারি এজেন্সি নিয়মকানুনকে ফাঁকি দিয়ে ‘জমি দখল’ করেছিল’।
দিল্লি সরকার প্রাথমিকভাবে বলেছিল, এই ডিপো সরাতে ৯ মাস সময় লাগবে। কিন্তু ডিটিসি হাইকোর্টে হলফনামা পেশ করার সময় জানায়, প্রায় ২ বছর লেগে যাবে এই ডিপো সরাতে এবং ৩০০ কোটি টাকা খরচ হবে। শুধু নতুন বিকল্প জায়গা খুঁজতেই লাগবে তিন-চার মাস, এবং ৫০ একর জমির দাম পড়বে প্রায় ২০০ কোটি টাকা। তবে সরকার যদি বিকল্প জায়গা দেয়, তাহলে সময় ও অর্থ অনেকটাই বেঁচে যাবে বলে তারা হলফনামায় জানিয়েছে। এই বাস ডিপোতে এক হাজার নিচু মেঝের বাস পার্কিং করার বন্দোবস্ত করা হবে।
Leave a Reply