শ্রীমান চক্রবর্তী, শান্তিপুর, ৮ জুলাই#
আজ বিকেল তিনটে থেকে শান্তিপুর ওরিয়েণ্টাল অ্যাকাডেমি স্কুলের হলঘরে রায় কোচিং সেন্টারের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও তাদের বন্ধুজনদের উদ্যোগে মোবাইল টাওয়ার ও মোবাইল ফোনের বিকিরণ ও তার প্রভাব নিয়ে আলোচনা হয়ে গেল। দুপুরের মুষলধারার বৃষ্টিতে অনুষ্ঠান শুরু হতে একটু দেরি হলেও প্রায় শতাধিক ছাত্র-ছাত্রী সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সময়ের অভাবে সমগ্র অনুষ্ঠানে কিছুটা কাঁটছাট করা হলেও ছোট্ট কিশোর উজান চট্টোপাধ্যায়ের গান দিয়ে অনুষ্ঠান শুরু হলে সকলেই মোহিত হয়ে পড়ে। অনুষ্ঠান পরিচালনা করেন শ্রী জয়ন্ত বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে মোবাইল টাওয়ার ও মোবাইল ফোনের বিকিরণ ও তার প্রভাব নিয়ে বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাজাবাজার সায়েন্স কলেজের বায়ো ফিজিক্সের বিজ্ঞানী শুভাশিস মুখোপাধ্যায়।
মোবাইলের প্রভাব নিয়ে আলোচনার শুরুতেই তিনি জানিয়ে দেন তাঁরও নিজস্ব একটি মোবাইল আছে। আলোচক প্রোজেক্টারের সাহায্যে মোবাইল টাওয়ার ও মোবাইল ফোনের বিকিরণের বৈজ্ঞানিক খুঁটিনাটি ব্যাখ্যা করেন। মোবাইল টাওয়ার থেকে এবং একজন মোবাইল ব্যবহারকারী হিসাবে আমরা কী কী ভাবে নিজেদের সচেতন রাখব সেই প্রশ্নগুলিই আলোচনার শেষে উঠে আসে। আলোচনার শেষে মোবাইল টাওয়ার ও তার বিকিরণের কী প্রভাব আমাদের পরিবেশের ওপর পড়ে সেই প্রশ্ন উঠে আসে ছাত্র-ছাত্রীদের তরফে । সময়ের অভাবে আলোচনার শেষে প্রশ্ন-উত্তর পর্ব বেশিক্ষণ চালানো না গেলেও উৎসুক ছাত্র-ছাত্রীদের তাদের প্রশ্নগুলি একত্র করে পাঠিয়ে দেবার অনুরোধ জানানো হয়, এবং সেই উত্তর তাদের পাঠিয়ে দেওয়া হবে বলেও আশ্বস্ত করা হয়।
Leave a Reply