‘মেলা-মেশা-৩’ হয়ে গেল গত ১৩ ই অক্টোবর বিকেলে ২১/৫ অশ্বিনী দত্ত রোডে, ‘স্বভাব’-এ। ছিল ‘কবাড সে জুগার’, নানা ফেলে দেওয়া অদরকারি জিনিসপত্র থেকে টুকিটাকি গেরস্থালির জিনিসপত্র তৈরি, পর্দার এক্সিবিশন, তেল ছাড়া রান্না, নানান মজাদার খেলা আর সে খেলায় খেলতে খেলতে পরিবেশ সম্পর্কে সচেতন হওয়ার চেষ্টা, মহিরামপুর শিশুকাননের ছেলেদের নাটক ‘ঈদের চাঁদ’ (কেবলমাত্র তিন দিনের রিহার্সালে তৈরি) আর কুদানকুলামের আন্দোলনের সমর্থনে পোষ্টার এক্সিবিশন। সমস্তটার মধ্যে সামগ্রিক চেষ্টা ছিল চালু ‘দেওয়া-নেওয়া’র আর্থিক সীমার বাইরে দাঁড়িয়ে একটি সবাই-এর যোগদানের সার্বিক ইচ্ছা।
Leave a Reply