কুশল বসু, কলকাতা, ১৫ জুলাই, যুবকদের প্রতিবাদের ছবি ইন্টারনেট সূত্রে পাওয়া#
১ জুলাই মেক্সিকোতে সরাসরি রাষ্ট্রপতি ভোটে জিতেছে একটি দল, যারা প্রায় ৭১ বছর ধরে মেক্সিকো শাসন করেছে প্রায় স্বৈরতান্ত্রিকভাবে। এরপর গত ১২ বছর তারা বিরোধীর ভূমিকা পালন করেছিল। দেশটির ভোট বিভাগ জানিয়েছে, এরা পেয়েছে ৩৮ শতাংশ ভোট। বামপন্থীরা পেয়েছে ৩১ শতাংশ ভোট। কিন্তু সে দেশের মানুষের একটা অংশ মনে করছে, এই ভোটে কারচুপি হয়েছে। প্রচুর ভোট কেনা হয়েছে উপহার কুপন, একটি নির্দিষ্ট সুপারমার্কেটের ফ্রি কুপনের বিনিময়ে। তাছাড়া ভোট বিভাগও ভোট গণনায় কারচুপি করেছে। দেশের মিডিয়াগুলিকে পয়সা খাইয়ে চুপ করিয়ে রাখা হয়েছে। দেশের সবচেয়ে বড়ো মিডিয়া গ্রুপ ‘তেলেভিসা’ সরাসরি বিজেতা পার্টির হয়ে প্রচার করেছে। সবচেয়ে বড়ো পত্রিকা ‘এল ইউনিভার্সাল’ ভোটের দিনই সকালে পাতাজোড়া খবর প্রকাশ করেছে, ওই ‘ইন্সটিটিউশনাল রেভলিউশনারি পার্টি’র প্রার্থীর ‘বিজয়’-এর খবর জানিয়ে। এর আগে ২০০৬ সালেও বামপন্থী প্রার্থী অব্রাডরকে জিততে দেওয়া হয়নি, সে এবারের ভোটে তৃতীয় হওয়া দল ‘ন্যাশনাল অ্যাকশন পার্টি’র কাছে হেরেছিল এক শতাংশেরও কম ভোটে, যা নিশ্চিতভাবেই রিগিং-এর ফসল বলে অনেকে মনে করে।
এই ভোট চুরির বিরুদ্ধে ব্যাপক মিছিল হয় মেক্সিকোর ৩২টি রাজ্যের অর্ধেকে। হাজার হাজার যুবক যুবতীরা এই মিছিলে যোগ দেয়। রাজধানী মেক্সিকো সিটিতে জোকালো প্লাজাতে ৭ জুলাই প্রায় ৫০ হাজার মানুষ প্রতিবাদে সামিল হয়েছিল বলে প্রশাসন জানায়।
Leave a Reply