কুশল বসু, কলকাতা, ১৪ মার্চ#
মায়ানমারে খনিজ দ্রব্যের দখলদারি ভাগ-বাঁটোয়ারাতে সামিল হয়েছে চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, এবং আমেরিকা। দেশটির উত্তর পশ্চিম দিকে মনিয়া শহরের কাছে চীনা কর্পোরেটের ৫০ হাজার কোটি টাকার তামার খনির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে স্থানীয় মানুষ। বেধড়ক ঠ্যাঙানিও খেয়েছে পুলিশের হাতে।
এই লেটপাটং তাম্রখনির যৌক্তিকতা ও পুলিশি অত্যাচার নিয়ে সম্প্রতি একটি তদন্ত কমিশন বসেছিল, যার নেতৃত্বে ছিলেন মায়ানমারের গণতন্ত্রকামী নেত্রী আঙ সান সু কি। তিনি যে রিপোর্ট দিয়েছেন, তাতে বলা হয়েছে, বিদেশের কাছে দেশের মান বাঁচাতে একটু ত্যাগ স্বীকার করেও তাম্রখনি প্রকল্পটি হওয়া দরকার। সেই রিপোর্ট নিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে গেলে ব্যাপক বিক্ষোভের মুখে পড়েন সু কি। সঙ্গের এপি-র ছবিতে ১৩ মার্চ গ্রামবাসীদের বিক্ষোভ।
Leave a Reply