সংবাদমন্থন প্রতিবেদন, কলকাতা, ১৫ নভেম্বর#
১৫ নভেম্বর ভারত সভা হলে ২টো থেকে একটা যৌথ কনভেনশন হয় সিপিটিআরএস, কমিটি ফর রিলিজ অব পলিটিক্যাল প্রিজনার্স, বন্দীমুক্তি কমিটি, এসিআরএ এবং মানবাধিকার সংহতির ডাকে। রাজ্য সরকার রাজ্য মানবাধিকার কমিশনে সদ্য অবসরপ্রাপ্ত পুলিশের ডিজি নপরাজিত মুখোপাধ্যায়কে নিয়োগের ঘোষণার পরিপ্রেক্ষিতে এই কনভেনশন এই সিদ্ধান্তের প্রতিবাদ জানায়।
১৯৭৭-৮০ সালে জাতীয় পুলিশ কমিশন মন্তব্য করেছিল, পুলিশ দিয়ে পুলিশের তদন্ত যথাযথ হয় না। কারণ এক্ষেত্রে ভ্রাতৃত্বের বন্ধন কাজ করে। কাজ করে মানবাধিকার সম্পর্কে অবজ্ঞা ও অবমাননাকর ধারণা। কনভেনশন থেকে প্রস্তাব নেওয়া হয়, এক, রাজ্য ও জাতীয় স্তরে মানবাধিকার কমিশনে পুলিশ ও আমলা নিয়োগ বন্ধ করতে হবে; দুই, রাজ্য মানবাধিকার কমিশনে ডিজি নপরাজিত মুখোপাধ্যায়ের নিয়োগ বাতিল করতে হবে; তিন, কমিশনের স্বাধীনতা ও স্বাধিকারের ওপর হস্তক্ষেপ করা চলবে না।
অধ্যাপক মানস জোয়ারদার বলেন পুলিশ-ই সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন করে। সেই পুলিশ কর্তাকে রাজ্য মানবাধিকার কমিশনের কর্তা বানানো হচ্ছে। এ যেন ভক্ষককে রক্ষক বানানোর অশুভ প্রয়াস।
Leave a Reply