১৬ ডিসেম্বর (৫.১২) শেষের পাতার খবর ‘কাদের মোল্লার ফাঁসির, শাহবাগে বীভৎস আনন্দ, বাকি বাংলাদেশ অগ্নিগর্ভ’ প্রসঙ্গে কথা হয়েছে অনেকের সাথে। তার কতগুলি তুলে ধরা হলো :
১) ‘ঠিক হয়েছে, আমি ফাঁসির পক্ষে’ — তোজাম্মেল হক মোল্লা, বাইগাছি, অশোকনগরম উত্তর চব্বিশ পরগণা।
২) ‘এই নিয়ে আমি মন্তব্য করব, তবে জানোই তো আমি ফাঁসির বিপক্ষেই বলব কিন্তু …’ — সুজাত ভদ্র, ইতিহাসের অধ্যাপক।
৩) লেখার শিরোনামের দিকে তাকিয়েই বলে উঠলেন, ‘সেকী, শাহবাগে বীভৎস আনন্দ!’ এরপর বললেন, ‘এই যে আপনারা এদেশে এখানে (কলকাতায় ডানলপের কাছে জিউ মন্দির চত্বরে) এতগুলি লোক অনীশ সংস্কৃতি ধর্মমুক্ত চিন্তা এসব নিয়ে এমন খোলামেলা কথা বলছেন, আমার দেশে এমন পরিস্থিতি নেই। বাংলাদেশ অন্য কোনও মুসলিম দেশে এ সম্ভব কি না আমার জানা নেই। দেখুন সব জায়গায় সব কথা বলা যায় না। তবে কী জানেন, বাংলাদেশে তিনশ’ আসনের মধ্যে মাত্র ১৪৬ টি আসনে নির্বাচন হতে যাচ্ছে, আর বাকি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতাসীন দল জিতে গেছে, বুঝলেন!’
‘আমি মাঝেমাঝেই এখানে আসি এখানে পশ্চিমবাংলার অবস্থাও জানতে চাই, সাধারণ লোকের অবস্থা, আমি আবার হাই লেভেল লোকেদের মধ্যে ঘোরাফেরা করি না।’ — হাবিব রহমান, বাংলাদেশের সাহিত্যের অধ্যাপক, সমাজ ইতিহাসের গবেষণা করেন (drhabibiu@gmail.com).
৪) ‘কাদের মোল্লার ফাঁসি অনেক আগেই হওয়া উচিত ছিল। মন্থন যে ‘বীভৎস আনন্দ’ কথাটা লিখেছে তা অত্যন্ত অসমীচীন কথা। আমার মনে হয় যারা জামাতের বীভৎসতা দেখেনি বা লক্ষ্য করেনি, তারাই এমন কথা লিখতে পারে। মন্থনের কাছ থেকে এ ধরনের ভাষা আশা করিনা। শাহবাগের আন্দোলন এবং এই ফাঁসির পর যে উল্লাস ভুক্তভুগী মানুষ দেখিয়েছে আমি তার শরিক হতে চাই।’ — পরমেশ আচার্য।
৫) ‘যেমনটা ঘটেছে, তেমন লিখেছে। শিরোনামের মধ্যে চিন্তাভাবনা আছে।’ এরপর বললেন, ‘আমার মত বয়সের এই যারা শাহবাগে আন্দোলন করছে তারা তো মুক্তিযুদ্ধের সময় ছিল না। সেসব চোখেও দেখেনি। বরজোর বড়োদের মুখেই শুনেছে। আমিও যেমন ঠাকুরমা দিদিমার মুখে শুনে বড়ো হয়েছি। আমার পিসিমার ঘোমটার কাপড় ভেদ করে কানের পাশ দিয়ে গুলি চলে গেছে। যেভাবেই হোক, আজও ওখানে যে হিন্দুরা বাস করে, তাদের কথা নিয়মিত শুনতে পাই।’ এরপর কিছুক্ষণ খবরের পাতার ছবিটার দিকে তাকিয়ে বলল, ‘আসলে কী জানো, শাহবাগের ওরাও তো …’ মুখের কথা শেষ হয় না। এরপর বুঝে নিতে হয়, বুঝে যেতে হয় …। — রত্না, পাস আউট, বাংলা এমএ, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়।’
Leave a Reply