বিজন কাহালি, বেহালা, ১২ সেপ্টেম্বর#
৩০ আগস্ট বেসব্রীজের সবজি বাজার হেমন্ত বসু মার্কেটের ভ্যান রিক্সা চালকরা তারাতলা থানা ঘেরাও করে। গত জুন মাস থেকে প্রতিদিন ভ্যান রিক্সা চালকরা তারাতলা থানার পুলিশ দ্বারা অত্যাচারিত হয়েছে। হেমন্ত বসু মার্কেটে ৩৫ বছর ধরে ভ্যান রিক্সা চালকদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। পুলিশের অত্যাচারের মাত্রা যখন চরমে ওঠে, পঞ্চাশটি রিক্সাভ্যান আটক করে পুলিশ নষ্ট করে দেয়, তখন ভ্যান রিক্সা চালকরা এলাকার বিশিষ্ট সমাজসেবীদের নেতৃত্বে তারাতলা থানার সামনে বিক্ষোভ দেখায়। শ্রী সহোদর ঘোষ, শ্রী বিমল দাস, শ্রী তপন মণ্ডল, ও শিক্ষক শ্রী সন্তোষ ওঝা এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন এবং পরিষ্কার জানান, ভ্যান রিক্সা চালানো বন্ধ করা যাবে না। থানার সঙ্গে সমাজসেবীদের একটি আলোচনা হয়। থানা জানায়, সরকারের নিয়মমতো এখানে ভ্যান রিক্সা চালানো যাবে না এবং থানা থেকে একটা সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সকাল ৯টা থেকে ১২টা এবং বিকেল ৫টা থেকে ৮টা পর্যন্ত ভ্যান চালানো নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু এই সময়টা বাজারের পুরো ব্যবসায়ীক পরিবহণ সময়। তাই ওই চারজন সমাজসেবীই জানান, হেমন্ত বসু মার্কেটের পরিবহণ ব্যবস্থার ৮০ ভাগ ভ্যান রিক্সার ওপর নির্ভরশীল। ভ্যান রিক্সা বন্ধ করে দিলে এই মার্কেটের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়বে। তাই ভ্যান রিক্সা চালানো বন্ধ করা যাবে না।
শেষ পর্যন্ত তারাতলা থানা সহানুভূতির সঙ্গে বলে, আপনারা ভ্যান রিক্সা চালান, আমরা কি ব্যবস্থা করতে পারি দেখছি।
Leave a Reply