১০ মার্চ, নিজামউদ্দিন আহমেদ, হাজিরতন, মেটিয়াব্রুজ#
মানবতাবাদ, সাম্রাজ্যবাদ বিরোধিতা ও আন্তর্জাতিকতাবাদের আদর্শকে সঙ্গী করে ডাঃ দারকানাথ কোটেনিস স্মৃতিরক্ষা কমিটি গত ৩৯ বছর ধরে কাজ করে চলেছে। সম্প্রতি সংগঠনের বড়তলা শাখার ৩৯তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল মেটিয়াব্রুজ সেবা সদনে। এই সংগঠন প্রধানত আকুপাংচার চিকিৎসার মাধ্যমে মানুষের পাশে দাঁড়ালেও সামাজিক ও সাংস্কৃতিকভাবেও কাজ করে চলেছে। যদিও বড়তলা শাখায় কর্মীর অভাবে শুধুমাত্র আকুপাংচার চিকিৎসাটাই করা হয়। সম্পাদক হিসেবে আমি বার্ষিক খসড়া রিপোর্ট পেশ করলে সদস্যরা তা নিয়ে আলোচনা করেন এবং সেটি গৃহীত হয়। এই শাখা ১৯৭৪ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ২১১৮৮ জন রোগীর আকুপাংচার চিকিৎসা করেছে। এর মধ্যে বেশিরভাগই নিম্নবিত্ত পরিবারের মানুষ।
সম্মেলন থেকে আগামী বছরের পদাধিকারীদের বেছে নেওয়া হয়, যথাক্রমে, সভাপতি সত্যব্রত চ্যাটার্জি, সহ সভাপতি শেখ সাহনাওয়াজ, সম্পাদক নিজামউদ্দিন আহমেদ, সহ সম্পাদক মহঃ মোরতাজা মোল্লা, সদস্য ডাঃ দাউদ আনসারি, ফরিদউদ্দিন মোল্লা ও সফিউদ্দিন মোল্লা।
Leave a Reply