গতবছর পঁচিশ বছরের মেয়ে যুবতী ডাফনি লীফ-এর স্বতঃস্ফূর্ত আবেদনে ইজরায়েলে হাজার হাজার মানুষের সমবেত প্রতিবাদ গড়ে উঠেছিল; ইজরায়েলের বিভিন্ন প্রান্তে গড়ে উঠেছিল তাঁবু-শহর। ডাফনি লীফ অচিরেই হয়ে ওঠেন লক্ষ লক্ষ ইজরায়েলি তথা সেখানকার সামাজিক আন্দোলনের নেতা।
এবছর ২২ জুন শুক্রবার ডাফনি লীফ এবং আরও কয়েকজন তেল আভিভের কেন্দ্রস্থল রথ্সচাইল্ড অ্যাভিনিউ বরাবর ফের তাঁবু খাটাতে শুরু করেন। তাঁদের পুলিশ গ্রেপ্তার করে। পরের দিন শনিবার রাতে ডাফনি লীফের গ্রেপ্তারির প্রতিবাদে তেল আভিভের রাবিন স্কোয়ার থেকে হাবিমা স্কোয়ারের দিকে সাড়ে ছয় হাজারের বেশি মানুষ হাঁটতে শুরু করে। পুলিশ মিছিল আটকে ৮৯ জনকে গ্রেপ্তার করে। তাদের অভিযোগ, প্রতিবাদকারীরা পুলিশ ইন্সপেক্টরদের আক্রমণ করেছে এবং পুলিশকে জিনিসপত্র ছুঁড়ে মেরেছে, থুতু ছিটিয়েছে।
বাসস্থানের সমস্যায় জর্জরিত ইজরায়েলি সমাজ প্রতি সপ্তাহে রাস্তায় নামছে। তাদের কঠোরভাবে দমন করছে ইজরায়েলি রাষ্ট্র।
কুশল বসু, কলকাতা, ২৮ জুন
Leave a Reply