কলকাতা হাইকোর্টের নির্দেশে তৈরি হওয়া জলাভূমি বিষয়ক উচ্চপর্যায়ের কমিটি বালি জগাছার জলাভূমি, যা এখন বুজিয়ে দেওয়া হয়েছে, তা পরিদর্শন করল ২৬ এপ্রিল। ধ্রুবজ্যোতি ঘোষ, কল্যাণ রুদ্র এবং আরও দুজন এই বিল পরিদর্শনে আসেন। তাঁরা এলাকার নিহত পরিবেশবিদ তপন দত্তের স্ত্রী প্রতিমা দত্তের সাথে দেখা করেন।
প্রতিমা দেবী পরে জানান, পর্যবেক্ষকরা এই বুজিয়ে দেওয়া জমিখণ্ডটা কিছুদিন আগেই যে জলাভূমি ছিল, সে বিষয়ে নিঃসন্দেহ হয়েছেন। তাঁরা এই পর্যবেক্ষণের কথা হাইকোর্টে জানাবেন বলেও কথা দিয়েছেন।
উল্লেখ্য, হাইকোর্টের নির্দেশটিতে বুজিয়ে দেওয়া জলাভূমি পুনঃখননের আদেশ দেওয়ার এক্তিয়ার দেওয়া হয়েছে এই কমিটিকে।
কিছুদিন আগেই এই জমিখণ্ডে হোসিয়ারি পার্ক উদ্বোধন করে যান রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি। তখন তাঁর সাথে দেখা করে প্রতিমা দেবী তাঁর হাতে এই জলাভূমির প্রামাণ্য সমস্ত কাগজপত্র তুলে দেন। কিন্তু প্রতিশ্রুতি দিয়েও পরে আর তাঁর সাথে দেখা করেননি শিল্পমন্ত্রী।
প্রতিমা দেবী পরে জানান, পর্যবেক্ষকরা এই বুজিয়ে দেওয়া জমিখণ্ডটা কিছুদিন আগেই যে জলাভূমি ছিল, সে বিষয়ে নিঃসন্দেহ হয়েছেন। তাঁরা এই পর্যবেক্ষণের কথা হাইকোর্টে জানাবেন বলেও কথা দিয়েছেন।
উল্লেখ্য, হাইকোর্টের নির্দেশটিতে বুজিয়ে দেওয়া জলাভূমি পুনঃখননের আদেশ দেওয়ার এক্তিয়ার দেওয়া হয়েছে এই কমিটিকে।
কিছুদিন আগেই এই জমিখণ্ডে হোসিয়ারি পার্ক উদ্বোধন করে যান রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি। তখন তাঁর সাথে দেখা করে প্রতিমা দেবী তাঁর হাতে এই জলাভূমির প্রামাণ্য সমস্ত কাগজপত্র তুলে দেন। কিন্তু প্রতিশ্রুতি দিয়েও পরে আর তাঁর সাথে দেখা করেননি শিল্পমন্ত্রী।
সংবাদমন্থন প্রতিবেদন, কলকাতা, ২৯ এপ্রিল।
Leave a Reply