এই রবিবার ৩ জুন বার্লিন শহরে যত না গাড়ি ছিল, তার চেয়ে অনেক বেশি সাইকেল ছিল। এক লক্ষেরও বেশি লোক সেদিন সাইকেল নিয়ে বেরিয়েছিল বার্লিন শহরে। প্রতি বছর এই দিন বার্লিনে সাইকেল র্যালি হয়। আয়োজন করে জার্মান সাইকেল অ্যাসোসিয়েশন বা এডিএফসি। এই বছরের র্যালিটা সবচেয়ে বড়ো হয়েছিল। ১৯টা বড়ো রাস্তা দিয়ে লোকে এক হাজার কিলোমিটার সাইকেল চালিয়েছে। প্রতিটি সাইকেল গড়ে দুশো কিলোমিটার পাড়ি দিয়েছে। র্যালি শেষ হয়েছে ব্র্যান্ডেনবুর্গ গেটে।
এই বছরের সাইকেল র্যালির বিষয় ছিল সাইকেল লেন-এ সাইকেলের নিরাপত্তা। সাইকেল অ্যাসোসিয়েশন জার্মানিতে আরও বেশি সাইকেল লেনের দাবি জানিয়েছে। এখনকার সাইকেল লেনগুলিতে অনেক সময়ই গাড়ি পার্ক করা থাকে, আটকে যায় রাস্তা। অনেকে এই রাস্তা দিয়ে চলতে গিয়ে ধাক্কাও খেয়েছে। সাইকেল র্যালি যেখানে শেষ হয়েছে সেই ব্র্যান্ডেনবুর্গ গেটে মেলা বসে গিয়েছিল। ছিল শ-দুয়েকের ওপর দোকান। বিকল্প শক্তির ওপর তথ্য সংগ্রহের ব্যবস্থাও ছিল সেখানে।
কুশল বসু, কলকাতা, ১৪ জুন
Leave a Reply