হিমালয়ের পাহাড়ে হারিয়ে যাওয়া পর্বতারোহী ছন্দা গায়েনকে নিয়ে বাংলা বড়ো কাগজে লেখালেখির ধূম পড়ে গেছে। তাঁর পরিবারের প্রতি সহানুভূতি দেখাতে হুড়োহুড়ি লেগে গেছে সরকারি দল ও প্রশাসনের কর্তাদের। পর্বতারোহীর জীবন নিয়ে উদ্বেগ অবশ্য বাস্তব। বাস্তব তাঁর পরিবারের সকলের বুক ফাটা হাহাকার। কিন্তু পাহাড়ে তো ছন্দাই হারিয়ে যায়নি, হারিয়ে গেছেন তাঁর সঙ্গী দুই শেরপা দাওয়া আর তেম্বা। মিডিয়া এবং সরকারি উদ্বেগে যেন তাঁরা বেশ খানিকটা ম্রিয়মান। কেন? কেনই বা ছন্দাকে নিয়ে এত লোকদেখানো প্রচারের ধূম?
এর একটাই উত্তর ছন্দা বাঙালি। বাংলা কাগজগুলোর প্রতিযোগিতা হল, কে কত বাঙালি পাঠকের বাজার ধরতে পারে। আর এই রাজ্যে বরাবরই শাসক দলের টার্গেট বাঙালি ভোট। কে কত বাঙালি দরদি, সেটাই লক্ষ্য, বাদবাকি সবই উপলক্ষ্য। সেই উপলক্ষ্য পূরণ করতে গিয়ে মিডিয়া, প্রশাসন আর দল বেহুঁশ! ছন্দার পরিবারের কাছে তাদের এই দৌড়াদৌড়ি কেমন লাগছে, তার বোধ তারা হারিয়ে ফেলেছে। একসময় এই রাজনীতির জন্য সিপিএমের নাম হয়েছিল ‘বাঙালি পার্টি’, তাতে তাদের কিছু যায় আসেনি। তারা তত্ত্ব তৈরি করেছিল, বাংলা ত্রিপুরা কেরালা জয় করতে করতেই তারা একদিন দিল্লি পৌঁছাবে!
কিন্তু সেই রাজনীতির তো অবসান হয়নি। তার সঙ্গে জুড়ে গেছে মিডিয়ার বাঙালি-বাজার দখলের মরিয়া অভিযান। মিডিয়া আর পার্টির এই লোকদেখানো দরদের মধ্যে লুকিয়ে আছে ধান্দাবাজির ভয়ঙ্কর হিংস্রতা। এই অমানবিকতা নিন্দনীয়।
Leave a Reply