৩১ মার্চ থেকে ১ এপ্রিল ২০১২ দু’দিন বজবজ পাবলিক লাইব্রেরিতে আয়োজিত হল বজবজ লিট্ল ম্যাগাজিন মেলা। ৩১ মার্চ দক্ষিণ ২৪ পরগনার শিরাকোল নিম্নবুনিয়াদি বিদ্যালয়ে বাণী দাস সম্পাদিত ‘কথাকুসুম’ পত্রিকার চৈত্র ১৪১৮ রবীন্দ্র সংখ্যাটি প্রকাশিত হল। পত্রিকাটি সংগ্রহের জন্য ৯৪৩৩২৪১৫৭৯ দূরভাষে যোগাযোগ করুন।
Leave a Reply