মূল ইংরেজি আপডেট আরতি চোক্ষী#
ফুকুশিমা প্রশাসিত অঞ্চল যদি আগামী ৩০ বছর ফুকুশিমা পরমাণু কেন্দ্রের পরমাণু চুল্লির গলনের ফলে দূষিত তেজস্ক্রিয় জল অস্থায়ীভাবে সেখানেই জমিয়ে রাখতে রাজি হয়, তাহলে জাপানি সরকার তাদের ২৩০ বিলিয়ন ইয়েন সাহায্য করবে।
দুর্ঘটনা-স্থল থেকে ভূগর্ভের দূষিত তেজস্ক্রিয় জল পাম্প করে বের করা অথবা ভূগর্ভস্থ জলের সঙ্গে পরমাণু কেন্দ্রের তেজস্ক্রিয় জল মিশে যাওয়া আটকানোর জন্য মাটির নিচে বরফের দেওয়াল তৈরির উদ্যোগ অকার্যকর বলে প্রমাণিত হয়েছে।
ইতিমধ্যে, যে দুটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পরের বছর চালু করার কথা জাপানি সরকার ভাবছে, সেখানকার নাগরিকদের নিরাপত্তার জন্য তেজস্ক্রিয়তা প্রতিষেধক আয়োডিন বড়ি দেওয়া হবে এবং পরমাণু কেন্দ্রের শ্রমিকদের সর্বোচ্চ মোট তেজস্ক্রিয়তা গ্রহণের সহনশীল সীমা বাড়ানোর কথাও সরকার বিবেচনা করছে, কারণ ভবিষ্যৎ দুর্ঘটনার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
Leave a Reply