মূল ইংরেজি আপডেট আরতি চোক্ষী#
মার্কিন এবং জাপানি বিজ্ঞানীরা জানিয়েছেন, ফুকুশিমাতে পারমাণবিক বিপর্যয়ের কারণে সেখানকার জীবজগতে (পাখি, প্রজাপতি, পোকামাকড় এবং গাছপালায়) মারাত্মক জিনগত ক্ষতি ও ধ্বংস নেমে এসেছে।
টেপকো পরিকল্পনা করেছে, সমুদ্র দূষণ রোখার জন্য প্রস্তাবিত বরফের দেওয়ালে একধরনের আঠা ব্যবহার করবে, যাতে ১নং চুল্লির তেজস্ক্রিয় জল ভূ-গর্ভস্থ পানীয় জলস্তরে না মেশে।
ফুকুশিমার বিপর্যস্ত অঞ্চল দূষণমুক্ত করতে এবং ক্ষতিপূরণ দিতে খরচ পড়বে সাড়ে ছয় লক্ষ কোটি টাকা। এই পরিমাণ ২০১১ সালে বিপর্যয়ের অবব্যহিত পড়ে যে হিসেব করা হয়েছিল তার দ্বিগুণ।
Leave a Reply