কুশল বসু, কলকাতা, ১৫ সেপ্টেম্বর, সূত্র ‘দি হিন্দু’ পত্রিকা#
পোল্যান্ডের রাজধানী ওয়ারশ-তে গত বুধবার (১১ সেপ্টেম্বর) থেকে শ্রমিকদের ধরনা চলছে। দেশের বিভিন্ন কোণ থেকে বিভিন্ন পেশায় নিযুক্ত শ্রমজীবীরা এসে বিক্ষোভ দেখাচ্ছে পোলান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক পরিচালিত সরকারের বাজারমুখী নয়া অর্থনীতির বিরুদ্ধে। এই নয়ানীতির ফলে শ্রমিক-কর্মচারীদের কাজের নিরাপত্তা ও স্বাস্থ্যের সুরক্ষা বিঘ্নিত হচ্ছে — শ্রমিকদের দৈনিক ও সাপ্তাহিক কাজের সময় বাড়িয়ে দেওয়া হয়েছে এবং অবসরের বয়স বাড়িয়ে মহিলাদের ক্ষেত্রে ৬০ থেকে ৬৭ ও পুরুষদের ক্ষেত্রে ৬০ থেকে ৬৫ বছর করা হয়েছে। অন্যদিকে পোল্যান্ডে শ্রমিকদের গড় মজুরি হয়ে দাঁড়িয়েছে প্রতি মাসে ১১৫০ ডলার, যা ইউরোপের যে কোনো দেশের তুলনায় কম। যেহেতু ওখানে বেকারের সংখ্যা মোটের ওপর ১৩% তাই তার সুযোগ নিয়ে কোম্পানিগুলো স্বল্প মেয়াদী চুক্তিতে শ্রমিকদের কাজ করতে বাধ্য করছে এবং যখন তখন ছাঁটাই করছে। ইতিমধ্যে অর্থনৈতিক উন্নয়নের হারও ২০১১ তে ৪.৫% থেকে নেমে বর্তমানে ১.৯%-এ দাঁড়িয়েছে। সব মিলিয়ে দেশের যা হাল তাতে টাস্ক পরিচালিত পোল্যান্ডের সরকার দ্রুত জনপ্রিয়তা হারাচ্ছে। উল্লেখ্য, ১৯৮৯ সালে কমিউনিজমের পতনের পর থেকে পোল্যান্ডে সবচেয়ে বেশি সময় প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতায় থেকেছেন এই ডোনাল্ড টাস্ক (এই নিয়ে ছয় বছর)।
গত শনিবার ১৪ সেপ্টেম্বর ওয়ারশ-র রাস্তায় ১ লক্ষেরও বেশি শ্রমিক-কর্মচারী বিক্ষোভ দেখিয়েছে। তাদের হাতে প্ল্যাকার্ডে পোস্টার লেখা ছিল, ‘টাস্ক সরকার দূর হটো’। কেউ লিখে এনেছিল, ‘আমি টাস্কের ক্রীতদাস’। বিক্ষোভকারীরা, সরকারী নীতি না পাল্টালে, সাধারণ ধর্মঘটের ডাক দেবে বলে হুঁশিয়ারি জানিয়েছে। তারা বাঁশি বাজিয়ে, ভেঁপু বাজিয়ে, ধোঁয়ার বোমা ফাটিয়ে বিক্ষোভ দেখিয়েছে এবং বলেছে, ‘আমরা এমন কোনো নীতি মানতে পারি না যা আমাদের দারিদ্র্যের দিকে ঠেলে দেবে।’ বিক্ষোভকারীদের নেতা জান গুজ্ জানিয়েছেন, ‘দরকারে আমরা গোটা দেশে অবরোধ করব, সমস্ত রাস্তাঘাট বন্ধ করে দেব।’
Leave a Reply