পুরোনো বাসিন্দাদের আগে পুনর্বাসন দেওয়া হবে, নতুনদের নয়। … বাসিন্দারা নিশ্চিন্তে থাকুন, পুনর্বাসন দেওয়া হবে।
যাঁরা নোনাডাঙায় নতুন করে বসবাস করছেন, তাঁদের উচ্ছেদ করা হবেই। কিন্তু যাঁরা ছয় মাসের বেশি থেকে দেড় বছর পর্যন্ত এই বস্তিতে থাকছেন, তাঁরা যদি উপযুক্ত পরিচয়পত্র দিতে পারেন, তাহলে তাঁদের থাকার ব্যবস্থা করে দেওয়া হবে। বিএসইউপি প্রকল্পে বস্তিবাসীদের ফ্ল্যাটের জন্য এদিন থেকে টেন্ডার পদ্ধতি শুরু হয়ে গিয়েছে। … সুভাষপল্লিতে এখনই কোনো উচ্ছেদ করা হবে না। — ৫ এপ্রিল
বিএসইউপি প্রকল্পে বস্তিবাসীদের ফ্ল্যাট দেওয়া হলে, সেগুলি বিক্রি করে দিয়ে আবার নতুন করে বস্তিতে ফিরে এসে পুনর্বাসনের দাবি যাতে না জানানো যায়, তার জন্য পুনর্বাসন পাওয়া বাসিন্দারা আগে কোন বস্তিতে থাকতেন এবং কোথায় পুনর্বাসন পেয়েছেন, তার রেকর্ড তৈরি করবে সরকার। — ৭ এপ্রিল
‘পুনর্বাসন না-দিয়ে উচ্ছেদের পক্ষপাতী আমরাও নই, তবে নতুন করে দখল করতে দেওয়া যাবে না। ওই জমিতে গরিবদের জন্য সরকারই বাড়ি করে দিচ্ছে।’ — ১২ এপ্রিল
বস্তি উচ্ছেদ ও পুনর্বাসন বিষয়ে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের বক্তব্যগুলি আনন্দবাজার এবং বর্তমান দৈনিক পত্রিকার রিপোর্ট থেকে নেওয়া। সংকলক শমীক সরকার, ১৩ এপ্রিল
Leave a Reply