শমিত, শান্তিপুর, ৩১ অক্টোবর#
এই রাজ্যে এবছর পানিফলের চাষ হয়েছে প্রচুর। নদিয়ার কালিনারায়ণপুর স্টেশন সংলগ্ন নিচু জলা জমিতে এই সময়ে ণ্ণজমি দখলি’ ভিত্তিতে (অর্থাৎ রেলের জমি নিজেদের মধ্যে ভাগ বাঁটোয়ারা করে) অনেকেই পানিফল চাষ করে। সুস্বাদু রসালো এই জলজ ফলের এখন খুব বিক্রি, বাজারে ও ট্রেনে। শান্তিপুর শিয়ালদা লাইনে পরিচিত ফলওয়ালারা অনেকেই অন্য ফল ছেড়ে এই সময়ে পানিফল বিক্রিতে লেগে পড়ে। তাদের একজনের কাছে শুনলাম, ষাট সত্তর টাকা পাল্লা (অর্থাৎ পাঁচ কেজি) কিনে পাঁচশো গ্রামের প্যাকেট দশ টাকায় বিক্রি করা যাচ্ছে। অতিরিক্ত যেটা লাগছে, সস্তার পলি প্যাকেটের দাম। বছরে এই সময়টাতে অন্যান্য ফলের দাম থাকে অত্যন্ত চড়া। তাই কম পুঁজির ফল বিক্রেতারা বা যারা রেল-এ ফল বিক্রি করেন সারা বছর, তাদের অনেকেই এই সময়টাতে সস্তার পানিফলের দিকে ঝুঁকে পড়েন।
Leave a Reply