অকৈতব মৈত্র, নবদ্বীপ, নদিয়া, ১ আগস্ট#
১৯৭৪ সালের ২০ জুলাই কলকাতার কার্জন পার্কে ভিয়েতনামের সমর্থনে সাম্রাজ্যবাদ বিরোধী দিবস উদ্যাপনকালে তৎকালীন সরকারের পুলিশ বিনা প্ররোচনায় ঝাঁপিয়ে পড়ে লাঠি চালায়। নিহত হন নাট্যপ্রেমিক ‘প্রবীর দত্ত’। ১৯৭১ সালে ওই কার্জন পার্কের কাছেই শহিদ হন বিপ্লবী কবি ও সাংবাদিক সরোজ দত্ত। এই পক্ষ পালনের উদ্দেশ্যে ২২ জুলাই পশ্চিমবঙ্গ গণসংস্কৃতি পরিষদ নবদ্বীপ শাখা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। এখানে গণসংস্কৃতি পরিষদের নিজস্ব শিল্পীরা ছাড়াও নবদ্বীপের গণতান্ত্রিক ও প্রগতিশীল সাংস্কৃতিক কর্মীরাও অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন তপন ভট্টাচার্য্য। আবৃত্তি পরিবেশন করেন দেবাশিস নন্দী, বিশ্বরূপ হালদার এবং সত্তর দশকের আগুনঝরা দিনগুলির কবিতা বলেন এই প্রতিবেদক স্বয়ং — নবারুণ ভট্টাচার্যের কবিতা ‘এই মৃত্যু-উপত্যকা আমার দেশ নয়’। সঙ্গীত পরিবেশন করেন বনানী দাস, গোবিন্দ সাহা প্রমুখ।
বাংলা ব্যান্ডের দাপাদাপির যুগেও একঝাঁক তরতাজা ছেলের আধুনিক বাদ্যযন্ত্র নিয়ে গণসঙ্গীত পরিবেশনের আকাঙ্ক্ষাকে স্বাগত জানাতেই হয়। সম্পূর্ণ অনুষ্ঠানটি দক্ষতার সঙ্গে পরিচালনা করেন নীতিশ রায়, যাঁর কণ্ঠের গণসঙ্গীত মানুষের হৃদয় ছুঁয়ে যায়।
Leave a Reply