সংবাদমন্থন প্রতিবেদন, কলকাতা, ২৮ সেপ্টেম্বর#
ভাঙল অনশন |
শতাধিক গ্রামবাসীর বারোদিনের অনশন আন্দোলন এবং হাজার হাজার মানুষের উপস্থিতি এবং সক্রিয় সমর্থন কেন্দ্র রাজ্য সরকারকে কুদানকুলাম পরমাণু চুল্লি নিয়ে পিছু হটতে বাধ্য করল।
সোমবার ১৯ সেপ্টেম্বর কুদানকুলাম যে রাজ্যে অবস্থিত সেই তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতা দেশের প্রধানমন্ত্রীকে চিঠি লিখে কুদানকুলাম পরমাণু প্রকল্প আপাতত স্থগিত রাখার প্রস্তাব দেন। তিনি চিঠিতে লেখেন,
‘কিছুদিন ধরেই কুদানকুলামের মানুষ খুব যন্ত্রণার মধ্যে রয়েছে। ফুকুশিমা এবং অন্যান্য বিপর্যয়ের খবর কাগজে পড়ে তারা ভাবছে, এখানেও সেরকম কিছু ঘটতে পারে। ওখানকার বাসিন্দা এবং তাদের পরিবার পরিজনদের কথা মনে রেখে এই আশঙ্কা স্বাভাবিক।… এটা আশ্চর্য্যের যে ভারত সরকারের কোনো মন্ত্রী বা উচ্চপদস্থ কেউ তাদের অন্তত আশ্বাস দেওয়ার জন্যও সেখানে যায়নি।’ উল্লেখ্য, অনশন শুরুর সময় ১৬ সেপ্টেম্বর এই মুখ্যমন্ত্রীই অনশনকারীদের অনশন তুলে নিতে বলেছিলেন এবং জানিয়েছিলেন যে কুদানকুলাম পরমাণু চুল্লি নিরাপদ, এমনকী সুনামিতেও কিছু হবে না।
এই চিঠির পরই প্রধানমন্ত্রকের ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রী ভি নারায়ণস্বামী কুদানকুলামের অনশনস্থলে আসেন নিরাপত্তার আশ্বাস দিতে। অনশন ও অবস্থানকারীরা তাঁকে সমস্বরে জানিয়ে দেয়, তারা এই আশ্বাসে ভুলছে না, অবিলম্বে যেন কুদানকুলাম প্রকল্প বন্ধ করে দেওয়া হয়। নারায়ণস্বামী বলতে বাধ্য হন, বিদ্যুতের চেয়ে বেশি জরুরি মানুষের নিরাপত্তা। কিন্তু এই প্রকল্প খারিজের ঘোষণা একমাত্র প্রধানমন্ত্রীই করতে পারেন।
২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার তামিলনাড়ু মন্ত্রীসভা কেন্দ্রকে কুদানকুলাম পরমাণু কেন্দ্রের কাজ স্থগিত রাখার আর্জি জানায়, যতক্ষণ না বাসিন্দাদের ওই প্রকল্পজনিত আশঙ্কা দূর হচ্ছে। ওইদিনই এই আর্জির খবর অনশনকারীদের কাছে পৌঁছে দেন মন্ত্রীসভার প্রতিনিধিরা। তারপর অনশন ভঙ্গ হয়। এই আন্দোলনের এক সংগঠক এসপি উদয়কুমার বলেন, এই আন্দোলন চলবে, তবে এবার তা চলবে আম্মা (মুখ্যমন্ত্রী জয়ললিতা)-র আশীর্বাদ মাথায় নিয়ে। মাদুরাই-এ ২৫ সেপ্টেম্বর একটি মিটিং করে আন্দোলনের পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে বলেও জানান তিনি। আপাতত ২ অক্টোবর স্বামী বলপ্রজাপতির নেতৃত্বে কন্যাকুমারী জেলার সমিথপ্পুতে একটি প্রকল্পবিরোধী সভা হবে। উদয়কুমার বলেন, ‘আমরা নিকট ভবিষ্যতে কুদানকুলাম পরমাণু প্রকল্প ঘিরে ফেলব, যাতে এটা স্থায়ীভাবে বন্ধ হয়।’
———————————–
বিশেষ দ্রষ্টব্য : এই আন্দোলন চলাকালীন আন্দোলনের খবরপ্রদানকারী পরমাণুবিরোধী একটি ওয়েবসাইট ডায়ানিউক ডট অর্গ অন্তত দু’বার বন্ধ হয়ে যায়, সংগঠিত ডিডিওএস আক্রমণে। কেন এই সাইবার আক্রমণ, কারাই বা তা করেছে, তা এখনও অজানা। কিন্তু এটুকু জানা, পরমাণু বিরোধী আন্দোলনের ওপর পরমাণু কর্পোরেটদের বিভিন্ন কায়দার আক্রমণ বিশ্বজুড়েই চলে।
Leave a Reply