২৪ মে নোনাডাঙার বস্তিবাসীদের সংগঠন ণ্ণউচ্ছেদ প্রতিরোধ কমিটি’ মিছিল করে এসে মহাকরণে ডেপুটেশন দিয়ে তাদের দাবিদাওয়া পেশ করে। উচ্ছেদ হওয়া মজদুর পল্লি এবং শ্রমিক কলোনির বাসিন্দাদের যোগ্য পুনর্বাসনের দাবি সহ বেশ কয়েকটি দাবি নিয়ে মিছিলটি কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা অবধি আসে।
৩০ মে কয়েকটি মহিলা সংগঠনের তরফে নোনাডাঙার আন্দোলন থেকে গ্রেপ্তার হওয়া উচ্ছেদ বিরোধী আন্দোলনের কর্মী দেবলীনা চক্রবর্তী এবং অভিজ্ঞান সরকার সহ গণ আন্দোলনকারীদের নিঃশর্ত মুক্তির দাবিতে এবং যে কোনও ধরনের উচ্ছেদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কাছে একটি ডেপুটেশন আয়োজন করা হয়।
উল্লেখ্য, সম্প্রতি মুখ্যমন্ত্রী নোনাডাঙার কাছে আনন্দপুরে গিয়ে একটি সভায় বলে এসেছেন, তিনি পুনর্বাসন না দিয়ে উচ্ছেদের বিরুদ্ধে। তবে নোনাডাঙার এই দুই বস্তির বাসিন্দাদের সম্পর্কে কিছু বলেননি।
সঙ্গের ছবিতে, নোনাডাঙায় গড়ে নেওয়া বস্তির ঘরের সামনে সুচিত্রা হালদার। প্রতিবেদকের তোলা।
শমীক সরকার, কলকাতা, ৩০ মে
Leave a Reply