জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে দিল্লি আসছেন এই মাসের তৃতীয় সপ্তাহে। তার আগমনের অন্যতম উদ্দেশ্য, ভারতের সাথে জাপানের পরমাণু চুক্তি বা নিউক ডিল। কিন্তু যে জাপান নিজেই ফুকুশিমা নিয়ে ব্যতিব্যস্ত, যার দূষণ জাপানের সীমানা ছাড়িয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, তার কাছে কি এই ডিল প্রত্যাশিত। বরং আমরা তো চাই নো-নিউক ডিল। ১৪ জানুয়ারি মঙ্গলবার কলকাতায় পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি প্রাঙ্গণে লিট্ল ম্যাগাজিন মেলায় অনীক, খবরের কাগজ সংবাদমন্থন, ভূমধ্যসাগর, গুরুচণ্ডালি, দুর্বার কলম, বর্ণিক, এখন সৃজনী, এবং জলার্ক, পরিকথা, আকিঞ্চন, মনকলম নতুন শতক এবং স্বয়ং নিযুক্তি পত্রিকার টেবিলে একটি পোস্টার দিয়ে ‘ভারত-জাপান পরমাণু চুক্তি নয়’ বার্তা ধ্বনিত হয়।
সংবাদমন্থন প্রতিবেদন, ২৬ জানুয়ারি#
Leave a Reply