কুশল বসু, কলকাতা, ১৫ জানুয়ারি#
বাতাসে সূক্ষ কণার ভাগ বেড়েই চলেছে চীনের রাজধানী বেজিং-এ। সরকারি হিসেবে ১২ জানুয়ারি আড়াই মাইক্রোমিটারের চেয়েও ছোটো কণা ছিল প্রতি ঘনমিটারে ৯৯৩ মাইক্রোগ্রাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী যার সর্বোচ্চ সীমা হওয়া উচিত ২৫ মাইক্রোগ্রাম। এর দরুন বাড়ছে শ্বাসকষ্ট, হাঁপানি, ফুসফুসের রোগ। তাই চীন সরকার ফরমান জারি করেছে, বেজিং-এ কোনো সরকারি গাড়ি চলবে না ১৬ জানুয়ারি পর্যন্ত। শহরের আশেপাশের কনস্ট্রাকশন সাইটগুলিতেও কাজকর্ম বন্ধ রাখতে বলা হয়েছে আপাতত। আর হিউন্ডাই মোটর কোম্পানি জানিয়েছে, তারা বেজিং-এর কারখানা একদিন বন্ধ রাখবে। উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে দূষিত ২০টি শহরের মধ্যে ষোলোটিই চীনে অবস্থিত।
Leave a Reply