বাসস্ট্যান্ড থেকে কামদুনি গ্রামে ঢোকার মুখেই কালো পাথরে খোদাই করা স্মারক স্তম্ভ, ণ্ণবাংলার ধর্ষিতা বোন তোমায় জানাই শহিদের সম্মান’। নিচে লেখা ১৫।৬।২০১৩।
রাতারাতি সিমেন্টের ফুট তিনেক দেওয়াল তুলে তার গায়ে গেঁথে দেওয়া হল কালো পাথরের স্মারক। সামনেই ফুল ছেটানো, আর চারধারে রাজনৈতিক দলের পতাকা। যাঁরা স্মারক স্তম্ভ বসালো, তারা তো জানে, কখনোই নিজেদের বোনের জন্য এমন স্মারক বসাতে হবে না কোনোদিন। তাই তো তারা টালির চালায় স্যাঁতসেঁতে ঘরে বাস করে কলেজে পড়া ণ্ণঅপরাজিতা’র জন্য স্মারক স্তম্ভ রচনা করে। আজ সেখানে পুলিশের ছড়াছড়ি। মিডিয়ার বাড়াবাড়ি। অথচ সেদিন বৃষ্টির দুপুরে ভুখা পেটে পথ চলে অপরাজিতা একাকিনী। চলার পথে পাঁচিলের পারে রচিত হল ণ্ণধর্ষণভূমি’। আজ ণ্ণবুদ্ধিজীবী’দের পাদস্পর্শে ধন্য হল সে ভূমি। এমনই চলছে দিনের পর দিন। গ্রাম থেকে গ্রামান্তরে। আমাদের ধর্ষিত চিত্তভূমি।
Leave a Reply