শমীক সরকার, ১৯ জানুয়ারি#
১৮ জানুয়ারি রবিবার সকাল সাড়ে আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সারা কলকাতা ঘুরলো একটি সাইকেল র্যালি — সাইকেলের জন্য সাইকেল র্যালি। তারাতলায় শুরু তারাতলায় শেষ। পথে পড়ল বেহালা চৌরাস্তা, সিরিটি, করুণাময়ী, টালিগঞ্জ, গড়িয়া, যাদবপুর, গড়িয়াহাট, পার্ক সার্কাস, মৌলালি, শিয়ালদহ, মানিকতলা, কাঁকুড়গাছি, শ্যামবাজার, বিড়লা তারামণ্ডল, যদুবাবুর বাজার, রাসবিহারী, টালিগঞ্জ ফাঁড়ি। যাদবপুর, কাঁকুড়গাছি (অভিযান ক্লাব), শ্যামবাজার, যদুবাবুর বাজার — এই চারটি জায়গায় কিছুক্ষণ করে থামা হয়েছিল — টিফিন এবং দুপুরের খাবার খাওয়ার জন্য। যাদবপুরে টিফিনের আয়োজনটি করে রেখেছিল সাইকেল র্যালির অংশগ্রহণকারী, বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভীক, প্রসূণ, মৈনাক-রা। কাঁকুড়গাছিতে অভিযান ক্লাব প্রাঙ্গণে ছিল পাত পেড়ে খাওয়ার বন্দোবস্ত — সৌজন্যে ক্লাব সদস্যরা। ওইখানেই আয়োজিত হলো একটি প্রদর্শনীরও — সাইকেল লেন সহ কলকাতার রাস্তা দেখতে কেমন হতে পারে, তার ছবি টাঙানো হয়েছিল। আয়োজন করেছিল সুইচ অন নামে একটি সংগঠন। শ্যামবাজারে সরবত খাওয়ালো উই দ্য কমন পিপল-এর সভ্যরা। যদুবাবুর বাজার-এর সামনে র্যালিতে অংশগ্রহণকারীদের পুষ্পস্তবক দিলেন সাইকেল আরোহীদের সংগঠনের সভ্যরা।
র্যালিতে অংশগ্রহণকারীদের মধ্যে ছাত্রছাত্রী, সাইকেল প্রেমী, সাইকেলজীবীরা ছিলেন, ছিল বিভিন্ন সাইকেল সংগঠন (সাইকেল সমাজ, কলকাতা সাইকেল আরোহী অধিকার জীবিকা রক্ষা কমিটি), যুব সংগঠন (যুব ভারত প্রভৃতি), এবং পত্রপত্রিকা (ঘুম নেই, সংবাদমন্থন, স্বয়ংনিযুক্তি প্রভৃতি)। কলকাতার রাস্তায় সাইকেল চালানোর অধিকার, সাইকেল চালকদের নিরাপত্তায় চওড়া রাস্তায় সাইকেল লেন, সাইকেলজীবীদের জুলুম জরিমানা ধরপাকড় বন্ধ করার দাবিতে এই চ্ছ্রসারা কলকাতা চক্রাকার সাইকেল র্যালি’ ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসের পর ২০১৫ সালের জানুয়ারি মাসে দ্বিতীয়বারের জন্য সংগঠিত হলো।
Leave a Reply