রামজীবন ভৌমিক, কোচবিহার, ১৫ জুন। ছবি প্রতিবেদকের তোলা#
কোচবিহার জেলার চাষিসমাজ পাটের বীজ বপনের সময় খরার জন্য খুব ক্ষতিগ্রস্ত হয়েছিল। বৃষ্টি দেরিতে আসার জন্য পাট চাষের মরশুম পিছিয়ে গিয়েছিল। সবে পাট গাছ ফনা তুলে বাড়তে শুরু করেছে। কিন্তু দীর্ঘ খরার পর মে মাসের শেষে আর জুন মাসের গোড়ায় রাতভর বৃষ্টিতে জমিতে জল দাঁড়িয়ে গেছে। বিশেষ করে কোচবিহার জেলার সব থেকে নিচু মহকুমা দিনহাটায়। দিনহাটায় দোলা পাটখেতে এক হাঁটু জল। পাট গাছের গোড়ায় জল দাঁড়িয়ে যাওয়ার জন্য গাছ আর বাড়তে পারছে না। একটু বড়ো পাট গাছ যেগুলি লম্বায় আর না বাড়লেও ছালের অর্থাৎ আঁশের ওজন বাড়তে পারতো, সে সব রাখা যাচ্ছে না। কেটে জাঁক (পচানো) দিয়ে দিতে হচ্ছে। নইলে জলে থাকা পাটের আঁশ পচে যাবে। দিনহাটার আবুতারা, গিগলদহ, বামনহাট-এর বিস্তীর্ণ নিচু জমির পাট চাষ এবার মার খেয়ে গেল।
Leave a Reply