১৬ জুন, জিতেন নন্দী#
সম্প্রতি ২৭ মে ২০১৫ তিব্বতের গানসু প্রদেশের শোন শহরের বাসিন্দা সাঙ্গি সো নামে ৩৬ বছর বয়সি এক মহিলা দোর্কক শহরের তাশি চোখোরলিঙ মঠের কাছে সরকারি ভবনের বাইরে গায়ে আগুন লাগিয়ে দিয়ে আত্মহত্যা করেন। চীনা সরকারের দমননীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তিনি এই জায়গাটা বেছে নিয়েছিলেন, যেখানে সরকার ও পার্টির দপ্তরগুলো রয়েছে। সাতদিন আগে ২০ মে ত্রিশ বছর বয়সি তেনজিন গিয়াৎসো তায়ু কাউন্টির সরকারি ভবনের বাইরে গায়ে আগুন লাগিয়ে দেন। তাঁকে সশস্ত্র পুলিশ বাহিনী সরিয়ে নিয়ে যায়। তিনি বেঁচে আছেন কি না জানা যায়নি। তিনি চার সন্তানের পিতা।
চীনের দমননীতির বিরুদ্ধে এবং স্বাধীনতার দাবিতে ২০০৯ সালের ২৭ ফেব্রুয়ারি থেকে তিব্বত ও চীনে মোট ১৪১ জন তিব্বতী আত্মাহুতি দিয়েছেন। এঁদের মধ্যে ১১৬ জন পুরুষ এবং ২৫ জন মহিলা। ১৮ বছর বয়সের নিচে আত্মাহুতি দিয়েছেন ২৪ জন।
Leave a Reply