কাশীনাথ রায়, শান্তিপুর, ৭ জুলাই#
প্রতিবছর রায় কোচিং সেন্টারের ছাত্রছাত্রীরা ৫ জুন থেকে এক মাস পরিবেশকে সুস্থ রাখার জন্য কিছু কর্মসূচি গ্রহণ করে। এবছরও তা চলছে। আগামী ১৪ জুলাই শান্তিপুর পৌর অঞ্চলের ২৩টা ওয়ার্ডের মধ্যে ৭-৮টা ওয়ার্ডে আমাদের ক্ষমতা অনুযায়ী জলের কলের মুখ লাগানোর কর্মসূচি নিয়েছি। দেখা যাচ্ছে, ২৮টি কলের মুখ কোনোটা ভাঙা, কোনোটা নেই। সেখান থেকে প্রচুর পরিমাণে জল পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। এটা চিন্তার ব্যাপার। যেভাবে ভৌমজলের স্তর দিন-কে-দিন নেমে যাচ্ছে আর যেভাবে পানীয় জলের সমস্যা হচ্ছে, সেখানে জল অপচয়টা মারাত্মকভাবে হচ্ছে। সেটা বন্ধ করার জন্য আমরা সামনের ১৪ জুলাই কলের মুখ লাগানোর উদ্যোগ গ্রহণ করেছি। আমরা দুভাবে কাজটা করব। যে ২৮টা কলের মুখ আমরা চিহ্নিত করেছি, যতগুলো পারি কলের মুখ আমরা কিনব এবং শান্তিপুর পৌরসভার কাছে আবেদন করব, তারা যেন আমাদের সেই কলের মুখগুলো লাগানো এবং যতটা সম্ভব রক্ষণাবেক্ষণ করার অনুমতি দেয়। এর পাশাপাশি আমরা তাদের কাছে আবেদন করব, বাকি এলাকায় যেখানে এভাবে জল পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, সেখানে যেন কলের মুখ লাগায় এবং যে কলগুলোর প্রয়োজন নেই সেগুলো সেই অঞ্চলের মানুষের অনুমতি সাপেক্ষে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করতে পারে। এরকম উদ্যোগ আমরা অন্য বছরেও নিয়েছি।
Leave a Reply