সংবাদমন্থন প্রতিবেদন, কলকাতা, ৩১ ডিসেম্বর#
টাটা স্টিল প্ল্যান্টের অকশন ইয়ার্ড গেটের কাছে ঠিকা শ্রমিকদের যাতায়াতে বাধা দিচ্ছিল কোম্পানি, কয়েক সপ্তাহ ধরেই। মাঝেমাঝেই চুরি হচ্ছে জিনিসপত্র, এই অজুহাত দেখিয়ে এবং বাস্তবত ঠিকা শ্রমিকদের চোর সাব্যস্ত করে ২৪ ডিসেম্বর কোম্পানি নিয়ম জারি করেছিল, গেটের বাইরে সাইকেল রেখে এসে কোম্পানির বাসে চড়ে কর্মস্থলে পৌঁছতে হবে শ্রমিকদের। এতেই শ্রমিকদের ক্ষোভের আগুনে ঘৃতাহুতি পড়ে। গেট ভেঙে ফেলে পাঁচিল ডিঙিয়ে তারা কোম্পানির এলাকায় ঢুকে পড়ে। সেখানে বেশ কিছু গাড়ি এবং স্কুটার ভাঙচুর করে তারা। কোম্পানি যাদের মাধ্যমে এই নিয়ম লাগু করছিল সেই নিরাপত্তা কর্মীরা আক্রমণের শিকার হয়। আহত হয় অন্তত ১৫ জন নিরাপত্তাকর্মী, এবং তারা গুলি ছুঁড়তে শুরু করে। এতে ৮ জন ঠিকা শ্রমিক ও একজন সাংবাদিক আহত হয়।
Leave a Reply