কুশল বসু, কলকাতা, ১৫ এপ্রিল#
জাপানের ২০১১ সালের ফুকুশিমা বিপর্যয়ের পর বন্ধ হয়ে থাকা ৪৮টি পরমাণু চুল্লি খোলার ব্যাপারে জাপান সরকারের উৎসাহে জল ঢেলে দিল জাপানের একটি কোর্ট। কানসাই ইলেকট্রিক কোম্পানির তাকাহামা পরমাণু প্রকল্পের ৩ ও ৪ নং চুল্লি পুনরায় চালু করার ব্যাপারে হ্যাঁ বলেছিল সে দেশের পরমাণু নিয়ন্ত্রক সংস্থা। কিন্তু ওই ফুকুই প্রদেশের বাসিন্দারা আদালতের দ্বারস্থ হয় এই দাবি জানিয়ে যে এই অঞ্চলটি ভূমিকম্প প্রবণ এবং পরমাণু চুল্লি মোটেই নিরাপদ নয়। প্রাদেশিক আদালত সম্মতি জানিয়েছে এই শঙ্কায় এবং পরমাণু চুল্লিদুটি পুনরায় চালু করার ওপর স্থগিতাদেশ জারি করেছে।
Leave a Reply