প্রেস বিজ্ঞপ্তি থেকে, ৩০ সেপ্টেম্বর#
২ থেকে ১৫ অক্টোবর জাতীয় খাদ্য অধিকার যাত্রায় শামিল হচ্ছে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, উড়িষ্যার বিভিন্ন অ-সরকারি সংগঠন (এনজিও)। তারা জানিয়েছে, দেশের ৪৩ শতাংশ শিশু অপুষ্টির শিকার; ৪০ শতাংশ মহিলা রক্তাল্পতায় ভোগে; দেশের বিভিন্ন স্থানে এখনও অনাহারে মৃত্যুর মিছিল। আমাদের পশ্চিমবঙ্গও এর বাইরে নেই। দিল্লির সরকার খাদ্য নিরাপত্তা আইন প্রণয়ন করতে চাইছে। কিন্তু প্রস্তাবিত বিলে খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে মৌলিক বিষয়, দেশের কৃষি সমস্যা সমাধানের কোনো উল্লেখ নেই। এমতাবস্থায় তারা কয়েকটি দাবি তুলেছে —
১। মজুত করা খাদ্যশস্য অভুক্ত মানুষের মধ্যে বন্টন করতে হবে।
২। রেশন ব্যবস্থায় চুরি বন্ধ করতে হবে।
৩। জনমুখী খাদ্য নিরাপত্তা আইন করতে হবে।
৪। চাষির কাছ থেকে সহায়ক মূল্যে খাদ্যশস্য সংগ্রহ করে তা মজুত ও সংরক্ষণ করতে হবে।
Leave a Reply