সংবাদমন্থন প্রতিবেদন, ৩১ অক্টোবর#
এবিপি আনন্দ সহ বিভিন্ন টিভি চ্যানেলে খাগড়াগড় বিস্ফোরণের পর তদন্তকারী সংস্থার বিভিন্ন মাদ্রাসায় হানা দিয়ে পাওয়া বইগুলিকে জেহাদি বই হিসেবে দেখানো হয়েছে। আরবি বর্ণপরিচয় ‘নূরানী কায়দা’ এবং ‘ভালো মৃত্যুর উপায়’ ও ‘চেপে রাখা ইতিহাস’ নামে দুটি জনপ্রিয় বইকেও ‘জেহাদি পুস্তক’ হিসেবে তুলে ধরা হয়েছে। এইভাবে জনপ্রিয় ইসলামি সাহিত্যকে অবমাননা করা হয়েছে। ‘ভালো মৃত্যুর উপায়’ হল মৃত্যু বিষয়ক একটি ইসলামিক বই। আর ‘চেপে রাখা ইতিহাস’ হল ইতিহাসে, বিশেষত ভারতবর্ষের ইতিহাস বইগুলোতে মুসলিমদের বিভিন্ন অবদানকে না উল্লেখ করা বিষয়ে লেখা একটি বই। প্রখ্যাত ইতিহাস বিশেষজ্ঞ গৌতম ভদ্রের আলোচনা / গবেষণায় এই ‘চেপে রাখা ইতিহাস’ বইটির সবিস্তার উল্লেখ আছে।
Leave a Reply