আনিসুর রহমান, নবম শ্রেণী, ১৭ জুলাই#
২৭ জুন শান্তিপুর মুসলিম উচ্চবিদ্যালয়ে বেলা ৩টেয় একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিষয় ছিল, ‘সভার মতে ছাত্রদের রাজনীতি করা উচিত নয়।’ অংশগ্রহণকারী ছাত্ররা সকলেই সাবলীলভাবে তাদের বক্তব্য পেশ করে। যুক্তি, পাল্টা যুক্তির মধ্যে দিয়ে সভার পরিবেশ জীবন্ত হয়ে ওঠে। অবশেষে বিচারকদের রায়ে প্রথম স্থান অধিকার করে সপ্তম শ্রেণীর ছাত্র দিব্যেন্দু মণ্ডল ও দ্বিতীয় স্থানে থাকে নবম শ্রেণীর কৃষ্ণেন্দু অধিকারী। করতালি দিয়ে আমরাও তাদের উৎসাহিত করি। অনুষ্ঠানের শেষ লগ্নে উপস্থিত বিচারকমণ্ডলী এই ধরনের বাস্তবধর্মী অনুষ্ঠানের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। সকলের বক্তব্য শুনে মনে হয়েছে, আমরা ছাত্ররাই পারি সমাজ ও রাষ্ট্র গঠনে সদর্থক ভূমিকা গ্রহণ করতে। আমাদের বিদ্যালয়ে এই জাতীয় অনুষ্ঠান আরও হোক, এটা আমাদের ইচ্ছা।
Leave a Reply