শমিত আচার্য, শান্তিপুর, ২৮ মে#
বর্ষার মুখোমুখি নদীয়া জেলার অন্যতম নদী চূর্ণী আবার ভয়ঙ্কর দূষণের কবলে। বছরে অন্তত চার থেকে পাঁচবার বাংলাদেশ সীমান্ত দর্শনা চিনি কলের সঞ্চিত বর্জ্য নির্গমনের ফলে এই দূষণ প্রতি বছরেই কয়েকবার করে ঘটে থাকে। ট্রেনের মধ্যে জনমত বলছে যে বিভিন্ন রকম দূষিত পদার্থ ফেলে মাছ মেরে ফেলবার একটা চক্রও এর মধ্যে কাজ করছে কিছু ব্যক্তিগত রেসারেষি থেকে। যাইহোক না কেন এক বিস্তীর্ণ নদী এক বছরের মধ্যে বেশকয়েকবার এইরকম দূষণের কবলে পড়েছে। অনেকবার প্রশাসনকে ও দূষণ পর্ষদকে জানানো সত্ত্বেও কোন সুরাহা মেলেনি। হেলদোল নেই নদীর আশে পাশে বসবাসকারী মানুষজনেরও।
আগামী ৫ই জুন, আর্ন্তজাতিক পরিবেশ দিবসের প্রাক্কালে, চূর্ণী নদীর এই দূষণ রোধে সাধারণ মানুষ ও প্রশাসনকে সক্রিয় করতে স্থানীয় কয়েকটি সংগঠনের পক্ষ থেকে কর্মসূচী নেওয়া হয়েছে।
Leave a Reply