কুশল বসু, কলকাতা, ১৫ জুলাই#
পরমাণু জ্বালানী প্রস্তুতকারক ইউরেনিয়াম প্রক্রিয়াকরণ প্রকল্প নির্মাণ জনমতের চাপে বাতিল করল দক্ষিণ চীনের গুয়াংদং প্রদেশের হেসান শহর কর্তৃপক্ষ। ৪ জুলাই চীনের রাষ্ট্রীয় পরমাণু কর্পোরেশনের এই প্রকল্পটির ঝুঁকির রিপোর্ট প্রকাশিত হয়। তারপরেই শয়ে শয়ে বাসিন্দা প্রতিবাদে নামে। ১২ জুলাই জিয়াংমেন-এ মিছিলে বাসিন্দাদের মুখে স্লোগান ছিল, ‘আমাদের গ্রামের ঘর ফিরিয়ে দাও’, ‘আমরা পরমাণু বিকিরণের বিরুদ্ধে’ প্রভৃতি। এর পরেই ১৩ জুলাই প্রকল্পটি বাতিল করার ঘোষণা করে স্থানীয় প্রশাসন। সঙ্গে এই প্রতিবাদের ছবি কিয়োডো নিউজ-এর।
Leave a Reply