সংবাদমন্থন প্রতিবেদন, ১৪ ফেব্রুয়ারি, ছবি ও তথ্য সূত্র ‘দি হিন্দু’#
কমপক্ষে ২৪টি মোটরগাড়ি এবং তিনটি মোটরবাইক পুড়িয়েছে গুরগাঁও-এর ছ’টি পোশাক কারখানার শ্রমিকরা। ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, গুরগাঁও-এর উদ্যোগ বিহারে। শাম্মি চাঁদ (৩২) নামে এক শ্রমিক কোম্পানির সিকিউরিটি কর্মীদের পেটানিতে মারা গেছে — এই খবর শুনেই তারা ক্ষোভে ফেটে পড়ে।
শাম্মি চাঁদ রিচা গ্লোবাল নামে একটি পোশাক তৈরির কারখানার শ্রমিক, কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট-এর। সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত কাজ করতে হয় এই পোশাক কারখানাগুলোতে। শাম্মি নাকি কয়েক মিনিট দেরি করে কারখানায় এসেছিল। ফলে তাকে কারখানায় ঢুকতে দেয়নি সিকিউরিটি কর্মীরা। শাম্মি তাদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে এবং তারপর তাকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারা হয়। তাকে পরে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু গুজব ছড়িয়ে যায়, শাম্মি মারা গেছে। তারপরেই রিচা গ্লোবাল এবং গৌরব ইন্টারন্যাশনাল — এই দুটি কোম্পানির কারখানাগুলির শ্রমিকরা বিক্ষোভ দেখাতে শুরু করে গাড়ি জ্বালিয়ে দেয়।
পরে পুলিশ দাবি করে, শাম্মি মারা যায়নি।
Leave a Reply