শমিত। ফুলিয়া। ১৮ অগাস্ট, ২০২০।#
করোনাকালে কাজ হারিয়েছেন প্রায় ১৪ কোটি মানুষ। কদিন আগে ৭৪ তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী আবারও ‘আত্মনির্ভর ভারত’ গড়ার ডাক দিয়েছেন লালকেল্লার ভাষণে। অথচ দেশের কর্মসংস্থানের হাল তথৈবচ। শান্তিপুর ব্লকের ‘প্রযুক্তি ও কর্মসংস্থান দপ্তর’এ বেলা ১২ টার সময়ে গিয়েও কাউকে পাওয়া গেলনা। যুব সমাজকে স্বাবলম্বী করার জন্য নানারকম প্রকল্পের পরিকল্পনার কথা শোনা যায় কেন্দ্র, রাজ্য নানা সরকারের মুখে। শান্তিপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক বা বি.ডি.ও. অফিসের দ্বিতলে ওই দপ্তরটিতে নানা প্রয়োজনে ব্লকের বেকার যুবক যুবতীদের প্রতিদিনই আসতে হয় কিন্তু খুব কমদিনই সংশ্লিষ্ট আধিকারিকের দেখা মেলে। খোঁজ নিয়ে জানা গেল, আধিকারিক ছুটিতে আছেন, আগামী সোমবার অফিসে আসবেন। এদিকে দীর্ঘ লকডাউনের পর আনলক প্রক্রিয়া শুরু হলেও অফিসগুলিতে কাজের হাল এখন তলানিতে। দ্বিতলের উন্নয়ন দপ্তরে কারও দেখা পাওয়া যায়নি বেলা বারোটার সময়ে ওইদিন।
Leave a Reply