বঙ্কিম, ৪ ডিসেম্বর, বৃহস্পতিবার, কলকাতা#
আজ বিকেল তিনটেয় প্রায় শ-তিনেক মানুষ প্রতিবাদে কলেজ স্কোয়ার থেকে এনআরএস হাসপাতাল পর্যন্ত পথ হাটলেন, এক বীভৎস হত্যাকাণ্ডের প্রতিবাদে, একজন অসুস্থ দরিদ্র জরি-শ্রমিক কোরপান শাহের হত্যার বিচার চেয়ে। হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল ১৫ নভেম্বর, সে কোন সকালে। এনআরএস হাসপাতালের ডাক্তারি পড়ুয়াদের হস্টেলে। থামে বেঁধে নৃশংসভাবে পিটিয়ে একজন অসুস্থ মানুষকে হত্যার সাথে ডাক্তারি পড়ুয়াদের কতটা যোগসাজশ তারই প্রকৃত তদন্তের দাবি তুললেন সমাজের বিভিন্ন স্তরের মানুষদের সাথে ডাক্তাররাও। দাবি উঠেছে, কোরপান শাহের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার। এই প্রতিবাদী উদ্যোগ থেকে কোরপান শাহের পরিবারের জন্য এক তহবিল সংগ্রহের কর্মসূচি নেওয়া হয়েছে। এই ব্যাপারে যোগাযোগ — ডাঃ পূণ্যব্রত গুণ (9830922194) এবং ডাঃ দেবাশিস দত্ত (9830113681).এই প্রতিবাদী মিছিল থেকে লিফলেট দিয়ে এনআরএস হাসপাতালের অসংখ্য শুভবুদ্ধিসম্পন্ন ছাত্র ও চিকিৎসককে প্রতিবাদে শামিল হতে আহ্বান জানানো হয়েছে।
Leave a Reply