অনন্ত কর্মকার, কোচবিহার, ১৫ মার্চ#
কোচবিহারের বাবুরহাটের শ্রীরামকৃষ্ণ বয়েজ স্কুলে ৭ মার্চ একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রদের উদ্যোগে বাংলাদেশের প্রজন্ম চত্বরের আন্দোলনের সংহতিতে একটি সভা হয়। স্কুলের চার পিরিয়ডের পর প্রধানশিক্ষকের সভাপতিত্বে ণ্ণআমার সোনার বাংলা’ গানটি দিয়ে শুরু হয় সভা। শুরুতে ভাষাশহিদ এবং শাহবাগ আন্দোলনের শহিদদের স্মরণে প্রদীপ জ্বালিয়ে তারপর শুরু হয় আলোচনা। সভাতে ছাত্র এবং শিক্ষকরা আলোচনা করে, রাজাকার ব্যাপারটা কী, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং তার অসমাপ্ত অধ্যায়, শাহবাগ চত্বরের ইতিহাসটি কী রকম — এসব বিষয় নিয়ে কথা হয়। বর্তমান শাহবাগ আন্দোলন নিয়েও আলোচনা হয়। অনুষ্ঠান শেষ হয় ণ্ণজনগণমন অধিনায়ক’ গান গেয়ে।
Leave a Reply