সংবাদমন্থন প্রতিবেদন, ৩০ এপ্রিল#
১) কোচবিহার কৃষি দপ্তর বলছে, জেলায় মোট চাষযোগ্য জমির পরিমাণ ২ লক্ষ ৪৬ হাজার হেক্টর এবং সরকারিভাবে সেচ ব্যবস্থা লাগু আছে ৩০ শতাংশ জমিতে। অর্থাৎ ৬৩ হাজার ৮০০ হেক্টর জমিতে।
২) উত্তরবঙ্গ সংবাদে প্রকাশিত তথ্য অনুযায়ী, বাস্তবত সেচ প্রকল্প জারি আছে ১ হাজার হেক্টরে। কারণ, সেচ প্রকল্প এমনভাবে করা হয়েছে যে বাস্তবত সেসব আর কাজে আসছে না।
৩) কোচবিহার এগ্রি ইরিগেশন ডিপার্টমেন্ট এবং কোচবিহার এগ্রি মেক ডিভিশন এই সেচ ব্যবস্থা তদারকি করেন। সেচকর্মীদের বেতন দেন। কিন্তু এই দপ্তরের কাছে জানা গেল, সেচ কর্মীরা পাম্পগুলি না চালিয়ে বিডিও অফিসের অন্যান্য কাজে ব্যস্ত থাকেন। ধীরে ধীরে পাম্পগুলি অকেজো হয়ে সেচ প্রকল্প মুখ থুবড়ে পড়েছে।
Leave a Reply