শমীক সরকার, কলকাতা, ২০ জুন#
নামকরা সাইক্লিস্ট এবং বর্তমান জাতীয় কোচ রুমা চ্যাটার্জি (৫১) গত ১৮ জুন নয়ডার এক্সপ্রেসওয়েতে ২৫ জন সাইক্লিস্টকে ট্রেনিং দেওয়ার সময় একটি দ্রুতগতির গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন। ঘটনার প্রত্যক্ষদর্শী এবং সাইক্লিং ফেডারেশন অফ ইন্ডিয়ার কোচ ভীম সিং দাহিয়া জানিয়েছেন, রুমা একটি মোটরবাইকে করে সাইকেল আরোহীদের ট্রেনিং দিচ্ছিলেন, কীভাবে সাইকেলে প্যাডেল করতে হয়, কীভাবে সাইকেলের গতি নিয়ন্ত্রণ করতে হয় প্রভৃতি। এই সময় মেরু প্লাস ট্যাক্সি সার্ভিসের একটি ‘সুইফট ডিজায়ার’ গাড়ি দ্রুত গতিতে এসে রুমার বাইকে ধাক্কা মেরে উধাও হয়ে যায়। বাইকটি প্রায় ৫০ মিটার দূরে ছিটকে চলে যায়। রুমা বাইক থেকে ছিটকে আকাশে উঠে গিয়ে গাড়িটির কাঁচে পড়েন, তারপর মাটিতে। আর নড়েননি তিনি। পরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তাঁকে সেখানে মৃত বলে ঘোষণা করা হয়। রুমার বৃদ্ধ মা এবং পাঁচ বোন রয়েছে বাড়িতে। দাহিয়া জানিয়েছেন, এই ট্রেনিং-টি ওইখানে সপ্তাহে তিনদিন হয়, প্রায় ৭০ কিমি জায়গা নিয়ে। ভোরবেলায় এই ট্রেনিং চলে রাস্তার একদম বাঁদিক দিয়ে, জানিয়েছেন সাইকেল ফেডারেশন অব ইন্ডিয়ার সহকারি সম্পাদক ভি এন সিং।
পুলিশ এখনও সুইফট ডিজায়ার গাড়ির চালককে খুঁজে পায়নি। রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী গাড়িটির মালিক খাতাপত্র মতে পূর্ব দিল্লির নান্দ নগরীর বিজয় সিং নামে এক ব্যক্তি। যদিও বিজয় সিং পুলিশকে জানিয়েছেন, ওই নাম্বারের একটি ইন্ডিকা আছে তার, সুইফট ডিজায়ার নেই।
Leave a Reply