বেহালা পর্ণশ্রী থানায় অফিসার-ইন-চার্জের কাছে ১৩ সেপ্টেম্বর পাঠানো তপন কুমার চক্রবর্তীর চিঠির কপির অংশবিশেষ
কাজিপাড়া গড়াগাছা মসজিদ থেকে মাইক বাজিয়ে আজান দেওয়া হয়। এতে সম্ভবত আপত্তি জানিয়েছেন মসজিদ সংলগ্ন কিছু বাসিন্দা। আপত্তি মাইক বাজানো নিয়ে। শব্দদূষণের অজুহাতে হয়তো অভিযোগ জানানো হয়েছে স্থানীয় থানায়। … প্রতিদিন মাইক বাজানো হয় মসজিদ থেকে। দিনে কয়েকবার। প্রত্যেকবার কয়েক মিনিটের জন্য। এর জন্য শব্দদূষণ ঘটতে পারে না। … তাহলে শব্দদূষণের অজুহাতে বা মোড়কে এই আপত্তি বা অভিযোগ কেন? এই আপত্তি বা অভিযোগের উৎস সাংস্কৃতিক দূষণ। ধর্মীয় সংখ্যাধিক্যের অসহিষ্ণুতা সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মাচরণের বিষয়ে। এটা জন্ম নেয় ক্ষমতার দম্ভ থেকে। … কাজিপাড়া গড়াগাছা মসজিদ সংলগ্ন বাসিন্দা হিসাবে আমার কোনো আপত্তি নেই মসজিদের মাইকের আজানে।
Leave a Reply